বুধবার, ৬ জুন, ২০১২


উদার মনা সাথী - -
ওই নদী ; মোহানা মুখী, সাগরের বুকে আছে 
হয় ত সুখী, উধ্বস্ত করে গেছে কিন্তু 
মনের পরিদৃশ্য, তটভূমি, সমস্ত 
সাংঘাতিক ভাবে, ওই 
মিলন বিন্দুতে 
চাঁদের 
প্রতিবিম্ব খুঁজে বেড়ায় নিজের অস্তিত্ব প্রায় !
মাঝিদের কন্ঠে ভেসে উঠে তার 
আর্তনাদ, অপরিচিত করুণ
সুরে, করে যায় উজাড়
উজানের প্রবাহ 
শেষ প্রহরে,
ফিরে আসে ব্যথিত স্বপ্ন নগ্ন পায়ে, বুকের 
মরুভূমি খোলা রাখে কবি, যদি 
ভুলে মেঘেরা হয় ওঠে 
উদার মনা 
সাথী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Jamie Williams Grossman

ভিন্ন দেশে - -

দুরে কোথাও যেন ঝরেছে প্রবল বৃষ্টি, পরিপার্শ্বের
আর্দ্রতার  মাঝে রয়েছে আবেগী ছোঁয়া, 
খোলা জানালা পেরিয়ে জোছনার 
অনুপ্রবেশ, শিহরে তার 
অনেক কাছে সরে 
আসা, বহে 
যায় দেহগন্ধের সাথে ; ক্লেদিত সাগর কুলের হাওয়া,
শোণিত শিরা হতে, হৃদয়  তন্তুর ভিতরে 
অপ্রত্যাশিত দহনের সূত্রপাত, এক 
দৃষ্টি চাওয়া, নিশীথ রাতের 
নিঃশ্বাস, স্পন্দনের 
ওঠা নামা,
অধর কোণে প্রলয়ের অশনি সংকেত, এক ঝলক 
হাসির মাঝে যেন শতাব্দীর রহস্য, চোখের 
তীরে ঘনিয়ে ওঠা রোমাঞ্চ, প্রগাঢ
ভাবে করে সম্মোহন, পরিপূর্ণ 
চাঁদের আলোয় 
জীবন 
ভেসে যেতে চায় দিগন্ত পারে, অজানা ভিন্ন দেশে !

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/



full moon