মধুমাসের ছিল নিজস্ব কিছু বাধ্য
বাধকতা, তাই ফিরে গেছে
উড়ন্ত পাতার পথে,
সে জন্য মন
খারাপ
করার কারণ কিছুই নেই, অনেক
কিছুই জীবনে যায় হারিয়ে,
অনেক কিছু খুঁজেও
পায় জীবন,
তোমার
চোখের অক্ষিপটে আবার ভেসে -
উঠতে চায় কিছু অভিনব
স্বপ্নের মর্নিং গ্লোরি,
তোমার বুকে
এখনো
থেমে আছে কিছু প্রণয়ী বেলোর্মি,
অনেক অপ্রকাশিত কবিতা
এখনো লুকিয়ে আছে
তোমার হৃদয়ে,
তাই খুলে
এস, সমস্ত বিষন্নতার বন্ধ কপাট,
জীবনের সৌন্দর্য্য অফুরন্ত,
শুধু চাই আন্তরিকতা,
নিজের প্রতি
অটুট
আস্থা, মৌন আয়না চিরদিনই - -
আছে স্বাগতমের পথে
প্রাণ খুলে
একাকার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
বাধকতা, তাই ফিরে গেছে
উড়ন্ত পাতার পথে,
সে জন্য মন
খারাপ
করার কারণ কিছুই নেই, অনেক
কিছুই জীবনে যায় হারিয়ে,
অনেক কিছু খুঁজেও
পায় জীবন,
তোমার
চোখের অক্ষিপটে আবার ভেসে -
উঠতে চায় কিছু অভিনব
স্বপ্নের মর্নিং গ্লোরি,
তোমার বুকে
এখনো
থেমে আছে কিছু প্রণয়ী বেলোর্মি,
অনেক অপ্রকাশিত কবিতা
এখনো লুকিয়ে আছে
তোমার হৃদয়ে,
তাই খুলে
এস, সমস্ত বিষন্নতার বন্ধ কপাট,
জীবনের সৌন্দর্য্য অফুরন্ত,
শুধু চাই আন্তরিকতা,
নিজের প্রতি
অটুট
আস্থা, মৌন আয়না চিরদিনই - -
আছে স্বাগতমের পথে
প্রাণ খুলে
একাকার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/