সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নদীর তীর পরিবর্তন - -

বুকের ঊষর ভূমি চেয়ে ছিল ক এক ফোঁটা জল, 
ক এক দিনের মেঘের ছায়া, অনুরাগের 
ঝড়ো সন্ধ্যা, উটকো বন্য ফুলের 
আবেশিত গন্ধ, ক্ষণিক 
ভালবাসা, কিন্তু 
সব কিছু 
কি পাওয়া যায় ভাবলে, কিছু না কিছু অশেষ -
থেকে যায় অতীতের লাজুক পৃষ্ঠায় !
পূর্ণতা হলেই ত শেষ জীবন, 
কিছু চন্দ্র বিন্দু, কিছু 
অল্প বিরাম, 
কিছু যুক্ত অযুক্ত শব্দের ভুল বানান, কবিতার 
বুকে ছড়িয়ে রয় ভাঙা ঝিনুকের রং মেখে,
নিখুঁত জীবনের সংজ্ঞা বইর সুন্দর  
মলাটের সাথে যায় ছিঁড়ে, 
বিবর্ণ অস্তিত্ব খুঁজে 
প্রেমের অর্থ 
সময়ের 
অভিধানে, দেহ তখন শঙ্খ খোল, পরিত্যক্ত পড়ে 
রয় বালুর বিছানায়, সকাল তখন নদী 
সরে যায় অন্য পারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by MAXFIELD PARRISH 

চার দেয়ালের বাইরে - -

উদাসীনতার কারণ বলতে পারি নি মন,
সে দাঁড়িয়ে ছিল অনেক ক্ষণ, ঠিক 
পূর্ব সিদ্ধান্তের অনুযায়ী,
পুরাকালীন ভগ্ন 
দেউলের 
প্রাঙ্গনে, সব কিছুই ছিল সাব্যস্ত, সুদুর -
অজানা অঞ্চলের প্রস্থান, আবরণ 
বিহীন দেহ, বিছিন্ন ভাবনা, 
মোহ মুক্ত হৃদয়, 
ফিরে না 
আসার মৌন অঙ্গীকার, অলৌকিক এক 
অনুভূতি, নিঃশব্দ পায়ে জীবন 
ডিঙিয়ে যেতে চেয়ে ছিল 
দোরগোড়ার 
সীমানা, 
কিন্তু বহু বার বিফল প্রেচেষ্টা, এক পা ও 
এগিয়ে যেতে দেয় নি চার দেয়ালের 
অনুরাগ, বিহানের সঙ্গে হয় ত 
পথ চেয়ে সে ফিরে গেছে,
দিগন্তের পথে 
একাকী,
যথারীতি পুনরায় জীবন করে গেছে নব 
বিশ্বাস ঘাতকতা, বুঝিয়ে দিয়েছে 
প্রবুদ্ধ হওয়ার বাস্তবতা !
* * 
- শান্তনু সান্যাল 
art by VICTOR BREGEDA