তার জ্বলন্ত অভিলাষে আছে আকাশ -
ছোঁয়ার আকাঙ্ক্ষা, বুকের
অঞ্চলে সমস্ত আলোর
সংকলন করে
রাখার
অদম্য কামনা, জীবনের প্রকৃত সত্য
কিন্তু চির দিনই ঊষর মরু,
বুকে নিয়ে এক জ্বলন্ত
মৌন ভাবনা
চেয়ে রয়,
ধবল মেঘের আনাগোনা ! স্বপ্নগুলো
কিন্তু চিরহরিৎ, ঝরে যাওয়ার
পরেও পুনরায় গজিয়ে
ওঠে পুরাতন
গাছের
শাখায়, নিতে চায় নিঃশ্বাস সকালের
মৃদু সমীরণে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
dreamy gazebo
ছোঁয়ার আকাঙ্ক্ষা, বুকের
অঞ্চলে সমস্ত আলোর
সংকলন করে
রাখার
অদম্য কামনা, জীবনের প্রকৃত সত্য
কিন্তু চির দিনই ঊষর মরু,
বুকে নিয়ে এক জ্বলন্ত
মৌন ভাবনা
চেয়ে রয়,
ধবল মেঘের আনাগোনা ! স্বপ্নগুলো
কিন্তু চিরহরিৎ, ঝরে যাওয়ার
পরেও পুনরায় গজিয়ে
ওঠে পুরাতন
গাছের
শাখায়, নিতে চায় নিঃশ্বাস সকালের
মৃদু সমীরণে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
dreamy gazebo