বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

জ্বলন্ত অভিলাষ - -

তার জ্বলন্ত অভিলাষে আছে আকাশ -
ছোঁয়ার আকাঙ্ক্ষা, বুকের 
অঞ্চলে সমস্ত আলোর 
সংকলন করে 
রাখার 
অদম্য কামনা, জীবনের প্রকৃত সত্য 
কিন্তু চির দিনই ঊষর মরু,
বুকে নিয়ে এক জ্বলন্ত 
মৌন ভাবনা 
চেয়ে রয়, 
ধবল মেঘের আনাগোনা ! স্বপ্নগুলো 
কিন্তু চিরহরিৎ, ঝরে যাওয়ার 
পরেও পুনরায় গজিয়ে 
ওঠে পুরাতন 
গাছের 
শাখায়, নিতে চায় নিঃশ্বাস সকালের 
মৃদু সমীরণে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
dreamy gazebo