নিস্পন্দ সাঁঝের বেলা নিঃশ্বাসে ভরে উঠে
অন্তরঙ্গের পরিচিত সেই মধুর সুরভি -
কে যেন ছুঁয়ে যায় অন্তর্নিহিত ভালবাসা,
দিনের শেষে নলিনের বেশে ভেসে যায়
হৃদয়ের ঝিলে অবিচলিত একাত্ম ভাবে,
ভাবনার স্থির প্রবাহে দেখি সহস্ত্র দীপমালা
কম্পিত শিখায় গেয়ে চলেছে বৃন্দ গান,