জীবন এখানে বালুচর, আলগোছ ফেলানো,
জন স্রোত আর নদীর কিনারা দুটিই
পরস্পর একান্ত অনুপূরক, ছুটে
যায় সুদুর মফস্বল প্রান্তে,
বসে রয় সারাটা
রাত একাকী
স্বপ্নের
নিরীহ শিশু, আধ ভাঙ্গা প্লেটফর্মে, নিজেকে
নিজের ভিতরে গুটিয়ে, চেয়ে থাকে
এক দৃষ্ট, নেড়িকুত্তার এক
চোখ খোলা ঘুম,
পুলিসের
হুমকির সাথে আশ্রয়ের টোপ, মাসুল আদায়,
ভাঙ্গা পাঁজর মেরুদণ্ড নিয়ে স্বপ্ন খুঁজে
হারানো অস্তিত্ব, কিছু খুচরো
পয়সার রূপে জোছনার
ক একটা ছড়ানো
আলোর কণা,
চেয়ে থাকে ম্লান, অনিদ্রিত মুখে, পূব দিকের
তিব্রগামি ভোরের প্রথম লোকাল
ট্রেন, আকাশ এখনো
কুৎসিত, ধুসর
রঙ্গ বিহীন
সূর্য উঠতে এখনো অনেক দেরি - -