শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

উড়ন্ত চিঠি - -


এক উড়ো চিঠির সাথে, গত মধ্যরাতে, 
শিশির ভেজা বর্ণমালা, কে যেন 
ছড়িয়ে গেছে ফুলের গায়ে,
এলোমেলো ভাবে, 
সারা রাত 
খুঁজেছে মন তোমার ওই মৌন প্রেমের -
অভিপ্রায়, জুড়েছে বারে বারে 
উড়ন্ত চিরকুট বুকের 
মাঝে, বুঝতে 
চেয়েছে 
তোমার হৃদয়ের আবেগের সমীকরণ !
কখন দেখি, শুন্য আছে চোখের 
আগে, আবার দেখি 
অনেক সময়ে 
তুমি যেন 
হয়ে উঠেছো রঙ্গীন আকাশের মুগ্ধতা,
আর আমি সমানে কুঁড়িয়ে চলেছি 
শেষ প্রহরের ঝরা ফুলের 
গন্ধ, তোমার ওই 
উড়ন্ত চিঠির 
উত্তর 
তুমি নিশ্চই চাও, তাই অসমাপ্ত এই 
জাগরণ - -

* * 
- শান্তনু সান্যাল