শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

বহুদূর - - -

মুগ্ধতার কারণ কিছুও হতে পারে, এই মুহূর্তে !
স্পার্শনুভুতির প্রশ্ন বড়ই জটিল, তার 
প্রণয়ের সান্দ্রতা ঘনিয়ে আনে 
রহস্যময়ী রাত্রির তিমির,
এক বিচিত্র সৃষ্টির 
উদয় তখন 
অন্তর্তমে !
দেহ ও প্রাণে সঞ্চারিত তরঙ্গে, ভেসে যায় এক 
অপরিভাষিত ঘোর, পৃথিবীর আবর্তন 
সহসা বেগবান, নভস্থিত গ্রহ 
নক্ষত্র দৌড়িয়ে পিছিয়ে 
চলেছে সুদুর 
নির্জনে !
জীবন তখন দ্রুতগামী রেলগাড়ি, ঊর্ধ্বশ্বাসে
চেয়ে আছে নদী, মুকুলিত উপত্যকা, 
উচ্ছলিত সিন্ধু তরঙ্গ, অবাক 
জোছনা, স্থির তখন 
বন্য সুরভি !
তার 
অপরূপ রূপের মায়া নিয়ে চলেছে বহুদূর - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by moore




বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

পৃষ্ঠতলে - -

ওই মধ্য বিন্দুর সাথে ডুবনের আনন্দ, বিস্মৃত 
করে যায় সব কিছু, বৃত্তের সমস্ত বিন্দু 
একের পরে এক যায় ছিটকিয়ে 
সুদূরে, কোন বিশেষ 
বিন্দুতে ছিলে 
তুমি 
জড়িয়ে ! প্রায়শ ভাবে মন, খুঁজতে চায় জীবন,
তোমার গুরত্ব, ফিরে আসে বারে বারে 
অস্তিত্ব, পুনরায় তোমার কাছে,
ওই অদৃশ্য মায়াবী পথে 
ফুল, গন্ধ, জোছনা 
সব কিছুই ত 
আছে 
তবু ও জানি না কেন হৃদয় শুধুই ভালবাসে 
তোমাকে, এ কেমন আকর্ষণ বেঁধে 
রাখতে চায় আমার জীবন 
প্রকৃত মোহপাশে,
ভেসে ওঠে 
ভাবনা 
ওই কেন্দ্র বিন্দুর সঘন গভীরতার পৃষ্ঠতলে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic blossom - no idea about painter 

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

অশেষ গণনা - -

জরুরি নয় জীবনের বিবরণ হবে তোমার 
অনুযায়ী ! চোখের ভিতরে আটকানো 
প্রতিবিম্বের ভাষা ছিল উন্মগ্ন,
শব্দ ঝরে পড়েছে হয় ত 
বিন্দু বিন্দু, অশ্রু 
কি লবনাক্ত 
সলিল !
কিছু ও উপমা হতে পারে, উজাড় করে -
সারা রাত পুড়েছে ভব্য আকাশ 
তার অনেক পরে, শেষ 
প্রহরে বাষ্পিত 
ব্যথা 
পরিণত হলো নীহার কণার রূপে, ভিজলো 
শরীর কি হৃদয়, কেউ কি বুঝতে 
পারে, খোলা জানালার 
পারে, গোলাপ 
বৃন্তের 
লাজুক শাখায়, ছড়িয়ে রইলো আর্দ্রতা - - - 
এলোমেলো ভাবে, স্মিত সকাল
অনভিজ্ঞ মনে চেয়ে 
আছে তোমার 
চোখের 
কৌতুহল, পাওয়া না পাওয়ার অশেষ গণনা,

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/ 

the gate - no idea about painter 

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

কৃষ যবনিকা - -

সরে যাও নিঃশব্দ পদধ্বনির সাথে, যদি চাও 
দুরে যেতে, পাশ বদলিয়ে যাওয়া 
কোনো নতুন আবিষ্কার 
নয়, রাত ও যায় 
সুদূরে, আঁধার 
নামিয়ে 
মেঝে, আরশির বুকে রয়ে যায় কিছু মধুর -
স্মৃতি, গোপনীয় মুহূর্তের নগ্নতা,
পরস্পরের নির্বাক ষড়যন্ত্র,
মধুরিম প্রতারণা !
কে কাকে করে 
গেছে 
উপভোগ সেটা অবসরে ভাবার কথা, প্রকৃত 
বা কৃত্রিম অনুভূতির ব্যাপার, না সে 
এক আসামি না আমি পরিপূর্ণ 
মানুষ, পরিহারের 
উপায় তুমি ও 
খুঁজতে 
পার, পুনরায় ফাঁস ফেলার ভাবনা কি যায় 
হারিয়ে, শুধুই এক মুখোশ নামিয়ে 
অন্য রঙ্গমঞ্চের পদার্পণ !
সেটা তোমার 
চোখের 
ঠাহর, আমি গায়ে জড়িয়ে আছি এখনো লজ্জার 
কৃষ যবনিকা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 Painting by Marina Petro new 

ঐকান্তিক অনুসঙ্গ - -

প্রমাণ বলতে কিছুই রবে না, এই প্রগাঢ়
অন্ধকারে, সব কিছুই যে অগোচর,
নিঃশ্বাসের স্পর্শে যদি ধরে 
রাখতে পারো আরও 
কিছু ক্ষণ দেহ - 
গন্ধ, কিছু 
চোখের অদৃশ্য আলো, কম্পিত মুহূর্ত !
বুকের তরঙ্গে ভেসে ওঠা আবেশ,
নদীর সাগর কুলে মিশে 
যাওয়া, বিলীনতার 
পথে ওই ক্ষণিক 
অভিলাষ,
যদি কিছু সময় আরও অপেক্ষায় থেমে 
থাকে, শিশির বিন্দুর সজল 
কৌটো, আকাশের 
বিস্তৃত বুকে,
কিছুই 
ক্ষতি নাই তাহাতে, আবছা বিহানের -
আগে জানি ঝরে যাবে শিউলির 
সমস্ত ফুলের বাহার, কিছু 
ক্ষণ আরও যদি এই 
জীবন জড়িয়ে 
রাখতে 
চায় প্রণয়ের সুরভি, তোমার ঐকান্তিক 
অনুসঙ্গ, যাক জ্বলুক অন্তর্নিহিত 
গোপন আগুনের শিখা !
কিছু ক্ষণ আরও,
জানি সবাই 
যাবে 
এক দিন দ্রবীভূত হয়ে অতীতের পারে -
আড়ালে রবে নিস্তব্ধ, শিথিল, 
ক্রমশঃ আলগা নিজের 
নিজের পথে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Anthony M. Davis Fine Art & Photography






বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২

সন্ধি রেখার বাস্তবিকতা - -

ফিরে চেয়েছি বহু বার সেই সজল আঁখির দিকে,
সে যেন বুকে থামিয়ে রেখেছিল আসন্ন 
ঘূর্ণিঝড়, সঘন মেঘের স্তর প্রতি 
স্তরে নিবিড় অন্ধকার !
চাপা বিস্ফোরণ,
নিঃশব্দ 
ভাঙন, জমাট অশ্রুবিন্দু, অর্ধ নিবন্ত বিবর্ণ -
অঙ্গার, তার অধীনস্থ আমার অস্তিত্ব 
ছিল এত দিন, ঝিনুকের বুকে 
মুক্তার নিশানদিহি, 
অভিলাষের 
কেলাসন, 
দুর্লভ প্রতিভাস, সহসা মোহ ভঙের কারণ 
খুঁজে পাই নি হৃদয়, তার অপরিচিত 
ভাবে চাওয়া, বুঝিয়ে দিয়েছে 
কাচের দ্বিখণ্ডিত টুকরো 
এবং অদৃশ্য সন্ধি
রেখার 
বাস্তবিকতা ! সিঁড়ির অন্তিম ধাপে শুনেছি 
স্পষ্ট ভাবে, তার অট্টহাসির সঙ্গে 
স্খলিত মায়াবী মুখোশ, 
সদর দরজার 
বাইরে 
তখন, অনাহূত অসময়ের বৃষ্টির হুঙ্কার ! 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
vase on last step 

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

মুগ্ধ পৃথিবী - -

নিষ্পলক চাহনি তার, নিঝুম সন্ধ্যার 
পীত রক্তিম আলোয়, যেন পূর্ণ 
বিকশিত বুনো ফুলের 
উন্মাদিত গন্ধ !
তরঙ্গিত 
করে চলেছে জীবনের সুপ্ত প্রবাহিনী - - 
খেলে যায় তার অদৃশ্য ছায়ার 
মায়া, সজল ভাবনার 
ধরাতলে, মুগ্ধ 
দেহ ও 
প্রাণ ধরে রাখতে চায়, তার নয়নের 
নীল আলোর গুপ্ত ধারা, মন 
ধেয়ে চলেছে আঁধার 
পেরিয়ে সুদুর 
জোছনার 
দেশে, হৃদয়ে জড়িয়ে অনুক্ত প্রেমের 
গোপন ভাষা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by LORNA JEANINE PAQUIN

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

আয়নার মুখোমুখি - -


সিন্ধুনীল আঁধারে কে যেন রেখে যায় 
নিশিগন্ধার গুচ্ছ, ঠিক আধ 
খোলা জানালার ধারে,
গভীর রাত ও 
পদধ্বনির 
মাঝে 
প্রগাঢ় প্রণয়ের নীহার ভিজিয়ে যেতে -
চায় সমগ্র শরীর, ভীরু স্পন্দন 
খুঁজে সেই নামবিহীন 
গন্ধের মূলবিন্দু,
কম্পিত 
অধর কোণে জেগে রয় সম্পূর্ণ রজনী 
অতৃপ্ত অভিলাষ, অদৃশ্য স্পর্শে 
ভাবনার ফুলদানি করে 
ষোলো শৃঙ্গার !
বসে রয় 
একাকী পুরাকালের আয়নার মুখোমুখি,

- শান্তনু সান্যাল  
Glaucous night  Art by nataera
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

নিস্তব্ধতা - -

এই মুহূর্তে সব কিছু যেন বিভ্রান্তিকর, চার 
দিকে এক ব্যাপক স্থিরতা, সাগর, 
পৃথিবী, আকাশগঙ্গা, সময় 
যেন গেছে থেমে, এই 
মুহূর্তে তুমি আর 
আমি কেবল 
সত্যতা !
উপান্তে সরে চলেছে ধর্ম, দর্শন, ইতিবৃত্ত -
এখন শুধুই শিরোনামে নিস্তব্ধতা,
আবেগের সঘন নিম্নরেখা, 
ভাবনার ঘনিষ্ট 
বিনিময়, 
এই ক্ষণে আয়ত্তের বাইরে বন্য মনোবৃত্তি !
উন্মুক্ত নিশিপুষ্পের গন্ধ ধারা,
পরস্পরের অবচেতনে 
অনবরত হারিয়ে 
যাওয়া, 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art from Yvonne Dolloway

রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

আসন্ন বিচার - -

তার ভুল ভাঙাবার প্রয়াসে, কখন যে হয়ে 
গেছি সমাকলন অস্তিত্ব, নিজেই জানি
না, অনেকবার  জীবনে অনেক 
কিছু এমন অযাচিত ঘটে 
যায়, যার কল্পনা ও 
করে না মন,
দুরে সরে যাবার চেষ্টায়, খুব কাছাকাছি -
এসে যায় মানুষ, উধাও তখন সব 
কিছু, ওঠা নামা নিঃশ্বাসের 
মাঝে পৃথিবী আকাশ 
যেন একাকার !
আগে পিছে, দৃশ্য অদৃশ্যে, আলো আঁধারে 
শুধুই ভেসে যায় তার একমাত্র 
প্রতিচ্ছবি, সংজ্ঞাহীন 
চেতনাশূন্য !
আবেগ ছুঁতে চায় অভিপ্রেত ভাবে, জ্বলন্ত 
শিখার কম্পিত দহন, উদ্বেগহীন 
জীবন তখন ভুলে যায় 
আতশী ফলাফল,
জড়িয়ে 
নিতে চায় সহজে যা কিছু ভবিতব্যের -
আসন্ন বিচার - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



art by DehCavalieri

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

সেই মুহূর্তে - -

অস্পষ্ট দু জনই ছিলাম সেই মুহূর্তে তবুও 
জানি না, কি ভাবে সে বুঝে গেল 
চোখের নিঃশব্দ অভিপ্রায় !
ওই ঘোলাটে আলোর 
পথ দিয়ে, সে 
গেছে 
অনেক ভিতরে, হৃদয়ের নিগূঢ় পথ হতে 
অন্তরতমের কাচিক ধরাতলে, ক্রমশ 
পঞ্চভৌতিক জগৎ পার করে,
ছুঁয়েছে অপরিহার্য 
অংশ, সেই 
মিলন 
বিন্দুর শীর্ষে ভেসে উঠেছে তখন বিচিত্র 
চন্দ্রবিহীন জোছনা, পরিতৃপ্তির
জুয়ার ভাটায়, জীবন
খেলেছে শিশুবত 
জলক্রীড়া !
সরে 
সুদূরে গেছে মায়াবী অন্ধকার, সেই ভাসন্ত  
অনুভূতির মাঝে খুঁজে পেয়েছি 
অবিনাশী তার প্রণয়ের 
পরিভাষা - - 

- শান্তনু সান্যাল 
art by ANN S WATERCOLER
http://sanyalsplanet.blogspot.com/
Robitaille Paintings

বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

শব্দহীন কাহিনী - -

বহু শব্দহীন কাহিনী রইলো অপ্রকাশিত,
অধর তীরের ভাঙা হাসির আড়ালে
ছিল, জীবনের কিছু নীরব 
মুহুর্তের বর্ষণমুখর 
কিনারা, কত 
দূর সে 
এগিয়ে গেল, কত দূর সে ছিল হৃদয়ের 
পাশে, কোনো অন্য সময়ে, ভাববো
অবকাশে, আজ ও মনে হয় 
বৃষ্টিচ্ছায়ার রূপে কে 
যেন ভিজিয়ে 
যেতে 
চায় অসার ভাবনা, ধরে রাখে অদৃশ্য 
বাঁধনে, দেহ ও প্রাণের সংবেদন,
টেনে নিয়ে যেতে চায় 
সুদূর প্রান্তরে 
ক্রমে 
ক্রমে, কোন অজানা স্বপ্নের দেশে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/




misty river 1

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

আগের রাতে - -

চড়ুই ঝাঁক ফিরে এসেছে ওই নিঃসঙ্গ 
খেজুরগাছের মাথায়, সুদুর 
পশ্চিমা প্রান্তে সূর্যের 
পরিচয় গেছে 
হারিয়ে,
খুঁজে মন এক মুঠো স্নিগ্ধ আলো, এই 
চন্দ্র বিহীন রাতে, শুনেছি 
আজ আছে মহানগরে 
রোশনাইর মেলা,
উত্সবের 
নিনাদের মাঝে, জানি ভুলে যাবে - 
সবাই, শহরতলির আঁধার,
অবনমিত মুখের 
কাহিনী,
উলঙ্গ শিশুর শুন্য চোখের নিরাশ্রয় 
স্বপ্নের বাস্তবিকতা, পড়ে রবে 
সকালের বুকে আবার 
কিছু এলোমেলো 
ভাঙ্গা পান 
পাত্র, বাজি পটকার রঙিন কাগজের 
খোল, বারুদের গন্ধ, এক 
দুঃখপ্রকাশের ছোট্ট
চিরকুট !
মনেই ছিল না যে পাশেরবাড়ি তে 
কাল রাত আলো জ্বলি নি,
তারা কি আগের 
রাতে ছিল ?
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by Janis Zroback 

রবিবার, ১১ নভেম্বর, ২০১২

অনন্ত তরলতা - -

কোন নিরালায় ছিল নিলীন, নিভৃত জীবন,
যখন সে ছিল না শামিল নিঃশ্বাসে,
ভেসে গেছে দেহ ছুঁয়ে কত 
বার মিহি মেঘের 
গুড়ো, মনের 
নিষ্ফল 
ভূমি রইলো অনাসক্ত, যখন সে ছিল না -
অন্তর্ভুক্ত ভাবনার আশেপাশে, 
সেই বিগত বসন্তের 
সাঁঝে, লেবু 
ফুলের 
গন্ধে বহে এসে অকস্মাৎ, ভিজিয়ে গেছে 
হৃদয় অনায়াসে, তার নিঃশব্দ 
কাছে আসা, স্থির গভীর 
সমুদ্রীয় জলধারা 
দূর সরিয়ে 
নিয়ে গেছে মন্থর বেগে, বৃহৎ পুরুষালি -
তুষার স্তূপ, বহুদূর এক স্বপ্নীল 
দিগন্তের পারে, অচিন 
আবেগী মহাকাশে !
দ্রবণের পথে 
ফিরে পেয়েছে জীবন অনন্ত তরলতা - - - !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Martha Kisling




শনিবার, ১০ নভেম্বর, ২০১২

শীর্ষ বিন্দু - -

সে এক সুসিক্ত অবস্থার প্রান্তবর্তী সীমা !
নারী পুরুষ, রঙ্গ রূপ, জড় চেতন, 
সত্য মিথ্যা, আসল নকল,
দৃশ্য অদৃশ্য, আকার 
নিরাকারের 
উপরে 
উঠে, ছুঁয়ে যেতে চায় উদ্ভাসিত চূড়া, -
ওই শীর্ষ বিন্দুর দীপ্তির আগে 
ধূমিল সমস্ত প্রকৃত -
কৃত্রিম আলো,
পৃথিবী 
ব্যোম ও মহাসাগরের পরিধি যেখানে -
নিমিত্ত মাত্র, ভেসে যায় শুন্যে 
অতীত, আজ, আগামী 
কাল, জন্ম মৃত্যু,
রাগ বিরাগ,
প্রেম 
ঘৃণা, গুপ্ত উন্মীলিত, পূর্ণ মায়াবী অন্তঃ
শীলার যবনিকা যায় উঠে ক্রমশঃ,
আমি তুমি, আপন পর,
সবাই পুরাদস্তুর 
প্রকাশিত !
খুঁজে চলেছে স্খলিত ছদ্ম আবরণ - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Cathy June Arneson

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

মহা নির্ঝর পারে - -

ওই নজিরহীন প্রবহণ বহে যায় দিগন্ত হতে 
আকাশ পথে, সারা দেহে জড়িয়ে যেন 
জ্বলন্ত চন্দন কাঠের আলো, ঝরে 
পৃথিবীর বক্ষে বিন্দু বিন্দু 
দিব্য আলোকের 
স্ফুলিঙ্গ !
 চিরন্তন প্রণয়ের পথে বসে রয় জীবন - - 
এক শাশ্বত প্রতীক্ষা সাজিয়ে 
অন্তরতমের গহীন 
গভীরে !
সেই সুবাসিত জোছনার পরশে, দ্রাবিত সর্ব 
অহংকার, অভিমান, মোহ মায়া,
আপন পর, রাগ অনুরাগ,
জীবন যেতে চায় 
সঘন তিমির 
থেকে 
টলটলে সম্পূর্ণ পারদর্শী, পরম সত্যের মহা 
নির্ঝর পারে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Ken Bushe 

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

জীবন চায় - -

অস্পৃহ, উদাসীন সন্ধ্যা চাই নি আমি, 
জীবনের সংক্ষিপ্ত পথে, জীবন্ত 
মুহূর্ত গুলো চায় সর্বদা 
অভিনব বিস্তার, 
প্রত্যেক 
পদক্ষেপে, এক নতুন স্বপ্নের সূত্রপাত !
প্রতিটি নিঃশ্বাস - প্রশ্বাসে এক 
অপ্রত্যাশিত, পুষ্পিত 
ঋতুর আগমন,
হৃদয় 
চায় পরিপূর্ণ, ভব্য শারদীয় আকাশ,
ওই ছায়া রোদ্দুরের দ্বন্দ্ব, যদি 
ও বাস্তবিক, তবু ও  
জীবন চায় 
দিগন্ত 
পারের সেই অনাহূত বৃষ্টি কে জোর 
করে টেনে আনা, শ্রাবণ যদিও 
বহুদূর, মন চায় সেই 
অজানার প্রেমের 
জন্য শুধু 
অনবরত ঝরে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Artist Anant - India 

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

অজানা স্রোতে - -

কোন সুখের বাসনায় জীবন ধরে 
রাখে খুব আপন করে, বুকের 
নিকটে, সেই বিষাক্ত 
ফুলের বৃন্ত, 
অগোছালভাবে বহিয়া যায় সুদুর 
অজানা ভাবনার স্রোতে, 
ওই সৌন্দর্য্যে জানি 
না কি এমন 
চুম্বক
আছে নীলকন্ঠ হতে চায় হৃদয়ের 
নিরীহ মানুষ - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
painting by  MaggieThompson

নিবিড় তৃষ্ণা - -

মোহনামুখী সে এক বিস্তীর্ণ নদীর বহর,
সাগর কুল ঠেলে নিয়ে যায় অনেক 
দূর গভীর জগতে, তরঙ্গিত 
অট্টহাস হঠাৎ তখন 
নিঝুম ! ভাঙা
নিঃশ্বাসের 
সাথে 
আবেশ পড়ে রয় বালির স্তূপে, নির্বিকার 
দেহের গন্ধ কোষ, অকস্মাত যেন 
সক্রিয়, সারা রাত বায়ুমণ্ডলে
এক পরক জাতীয় সুবাস, 
ভেসে রয় অবিরাম
এক দিগন্ত হতে 
অন্য অলিক 
রেখায়, 
বিচিত্র সজলতা ভিজিয়ে রাখে রুপালি 
আলো, অন্তঃকরণে ওঠে  নামে
প্রণয়ের জলোচ্ছ্বাস, এক 
অদৃশ্য, নিবিড় 
তৃষ্ণা
ধরে রাখে জীবনের সংবেদন - - - - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
illusive moon 

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

বিহানের পথে - -

কুড়িয়ে যদি আনতে পারো কিছু শিশির কণা,
যে শেষ প্রহরে গেছে ঝরে, ঠিক চোখের 
পাতার তলে, ধরে আছি  আজ ও 
অরিত্র কম্পিত হাতে, জানি 
নিভে গেছে তীরের 
ভাসন্ত আলো,
তবু যেন 
মনে হয় ভীষণ ভাবে, এখনো আবছা এঁদো -
গলির আশেপাশে জেগে আছে কিছু 
নীল আলেয়া, উড়ে চলেছে 
জোনাকির ঝাঁক, 
নিঃশ্বাসের 
স্পর্শ !
ছুঁয়ে যায় অন্তরে কার দেহের গন্ধ, কিসের 
মর্মরধ্বনি ভরে জীবনে এক মধুর 
আতঙ্ক, দাঁড়িয়ে রয় জীবন
একাকী কুয়াশাচ্ছন্ন 
বিহানের পথ 
চেয়ে !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Christopher Martin

শনিবার, ৩ নভেম্বর, ২০১২

পলকা সান্নিধ্য - -

জানা সত্তেও যে রিক্ত, পুরাতন পুষ্পাধার !
কখনো কোনো দিন ভেঙে যেতে পারে, 
তবু ও সে মুছে যায়  ধুলো 
কোন স্বপ্ন নিয়ে 
বুকে, ওই
পৃষ্ঠতলে কিসের মায়া জড়িয়ে আছে, প্রায় 
ভাবে একাকী মন, সে যেন লাজুক 
জোছনার আলো, বহুবার 
দেখি দিয়ে যায় উঁকি,
কখনো দরজার 
ফাঁক দিয়ে,
আবার অনেক সময় বসে রয় ঠাঁই অলিন্দ 
সীমানায়, সে এক বিচিত্র অনুভূতি 
জড়িয়ে যেতে চায়  অদৃশ্য 
লতার রূপে সারা দেহ
ও প্রাণে, বেঁধে 
যায় বাসা 
আপনমনে, জানা সত্তে ও যে সব কিছুই ত 
বিলীয়মান, তবু ও জানি না কেন, 
সে এত ভালবাসে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Richard Bawden

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

পরিচয় পত্র - -

জীবনের পরিভাষা চেয়ে ছিলাম সে দিতে 
পারি নি, অনুচ্চারিত চোখে শুধুই 
চেয়ে ছিল কিছু ক্ষণ মেঘ 
বিহীন উন্মুক্ত 
আকাশ, 
প্রেমের অর্থ বুঝতে খুব ইচ্ছে ছিল তাই -
আশান্বিত ভাবনায় ভিজিয়ে রেখে 
ছিলাম হৃদয়ের মরুভূমি !
অনভিজ্ঞ ছিলাম 
যে ঊষর 
জমির বুকে ফণীমনসা ছাড়া কিছুই ফলে 
না, জোছনা ছোঁয়ার সাধে পুড়িয়ে 
এলাম অন্তর্তমের নিরীহ স্বপ্ন,
সে বলে ছিল এক দিন 
এখানেই ঝরে 
তারক 
শেষ রাতে, ভরে যায় শুন্য বুকে অনন্য - 
প্রতিভাস, সুতরাং সারা রাত বসে 
রইলাম সেই বন্য নদীর কুলে 
চোখে নিয়ে এক অন্তহীন 
প্রতীক্ষা ! খুঁজে পাই 
নি কিন্তু একটা 
ও কণা,
কখন যে ভিজিয়ে গেল যাযাবর মেঘদল 
জানি না, হৃদয়ের আঁধারে ফিরে 
আসার পথ গেছে হারায়ে,
সুদুর সকাল যেন 
দিগন্ত সীমার 
প্রহরী !
বারে বারে চায় হারানো পরিচয় পত্র - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
fire flower