মেরু দন্ড বিহীন সমাজ
পুর্বাগ্রাহে গ্রসিত
এক পথিক বহু মুখী বিষধর
পূজা স্থলে করবদ্ধ
জীবন দানের করুনামুখি
...দিগ ভ্রমিত দর্শন
উন্মাদিত অনুযায়ী
রক্ত ও গরল অবিরাম প্রবাহিত
অদৃশ্য শক্তির জন্য
মানব রুধির
জানি না কি ভাবে
ঈশ্বর মহান ----
মানুষ মানুষের জন্য
মায়ের ভাষা এক দিন বলেছিল
আজ এই পথে ছড়ানো রক্ত
তোমায় প্রশ্ন করে -- কোথায়
দেখি তোমার মহান ঈশ্বর
যে করুনা করে -- জবাব চাই //
-- শান্তনু সান্যাল