কোন এক সোদক সন্ধ্যার স্মৃতি নিয়ে
বুকে, আজ ও জীবন ছুঁতে চায়
ধূমায়িত রাত্রির দহন,
তার মোহাবিষ্ট
দৃষ্টির
মাঝে আছে লুক্কায়িত আর্দ্রকারী এক -
বিশিষ্ট গুণমান, মিটিয়ে দিতে
চায় অতীতের লেখা
মর্মস্পর্শী সব
কবিতা,
সে যেন পুনর্লিখনের দক্ষ শিল্পী, লিখে
যেতে চায় নিজের শর্তে, মনের
বিধানে, বিস্মৃত সন্ধ্যার
গায়ে দেখি এখন
ভেসে উঠছে
বিন্দু -
বিন্দু আবেশের কণিকা, কিছু ক্ষণে -
পরে হয় ত রাতের আকাশে
জমাট বেঁধে উঠবে
অসময়ের
মেঘ !
নদীর অভ্যন্তরীণ জগতে বিচিত্র এক
সংবেদনের সূচনা, টের পাচ্ছে
জীবন কিনারা, পুনরায়
তটের ভাঙন,
আবার
অস্তিত্বে ভরে যেতে চায় আরণ্যক - -
ফুলের গন্ধ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Joel R. Johnson
বুকে, আজ ও জীবন ছুঁতে চায়
ধূমায়িত রাত্রির দহন,
তার মোহাবিষ্ট
দৃষ্টির
মাঝে আছে লুক্কায়িত আর্দ্রকারী এক -
বিশিষ্ট গুণমান, মিটিয়ে দিতে
চায় অতীতের লেখা
মর্মস্পর্শী সব
কবিতা,
সে যেন পুনর্লিখনের দক্ষ শিল্পী, লিখে
যেতে চায় নিজের শর্তে, মনের
বিধানে, বিস্মৃত সন্ধ্যার
গায়ে দেখি এখন
ভেসে উঠছে
বিন্দু -
বিন্দু আবেশের কণিকা, কিছু ক্ষণে -
পরে হয় ত রাতের আকাশে
জমাট বেঁধে উঠবে
অসময়ের
মেঘ !
নদীর অভ্যন্তরীণ জগতে বিচিত্র এক
সংবেদনের সূচনা, টের পাচ্ছে
জীবন কিনারা, পুনরায়
তটের ভাঙন,
আবার
অস্তিত্বে ভরে যেতে চায় আরণ্যক - -
ফুলের গন্ধ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Joel R. Johnson