ফেকাশে সন্ধ্যার সাথে, ভেসে ওঠে বহু
অদেখা স্বপ্নের তীরভূমি, উদ্দীপ্ত
বালুচরে, হঠাৎ উচ্ছৃঙ্খল
ঢেউদের লাগামহীন
আনাগোনা,
আবার
জীবন গুছিয়ে যেতে চায় এলোমেলো -
অনুভূতি, মেটালিক আঁধারে মন
খুঁজে, তোমার অপ্রত্যাশিত
পরশের উষ্ণতা, পুনঃ
বিগলনের ইচ্ছা,
তখন হয়
ওঠে
সাঙ্ঘাতিক ভাবে তীব্র, দেহের মরু -
প্রান্তরে জেগে ওঠে, অকস্মাত
মেঘের প্রতি বিক্ষোভ,
রন্ধ্রে রন্ধ্রে বুনো
গন্ধের
আর্বিভাব, ক্রমশঃ হৃদয় কেড়ে নিতে
চায় তোমাকে, তোমার হতে,
অসম্ভব অভিলাষের
সাথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
a lilac evening - christopher greco
অদেখা স্বপ্নের তীরভূমি, উদ্দীপ্ত
বালুচরে, হঠাৎ উচ্ছৃঙ্খল
ঢেউদের লাগামহীন
আনাগোনা,
আবার
জীবন গুছিয়ে যেতে চায় এলোমেলো -
অনুভূতি, মেটালিক আঁধারে মন
খুঁজে, তোমার অপ্রত্যাশিত
পরশের উষ্ণতা, পুনঃ
বিগলনের ইচ্ছা,
তখন হয়
ওঠে
সাঙ্ঘাতিক ভাবে তীব্র, দেহের মরু -
প্রান্তরে জেগে ওঠে, অকস্মাত
মেঘের প্রতি বিক্ষোভ,
রন্ধ্রে রন্ধ্রে বুনো
গন্ধের
আর্বিভাব, ক্রমশঃ হৃদয় কেড়ে নিতে
চায় তোমাকে, তোমার হতে,
অসম্ভব অভিলাষের
সাথে - -
* *
- শান্তনু সান্যাল
a lilac evening - christopher greco