সোমবার, ১৬ জুন, ২০১৪

অকল্পিত মুহূর্ত - -

অকল্পিত ছিল, তার এই ভাবে ধীরে 
ধীরে, নিঃশব্দ, আমার ঊষর 
জীবনে অনুপ্রবেশ, কিছু 
অদ্ভুত, কিছু যেন 
রোমাঞ্চিত,
কখন 
যে আপনি শব্দটা তুমি হয়ে গেল -
বলা মুশকিল, যখন কম্পিত 
অধরে এলো স্থিরতা,
তখন চাঁদ 
প্রায়ই 
ডুবে চলেছে আবছা দিগন্তের পারে,
দেহ গন্ধের বিনিময়, তখন 
মিটিয়ে চলেছে সমস্ত 
অন্তরাল, যেন 
লৌকিক 
অনুভূতির মাঝে অলৌকিক ঘটনা,
জীবন তখন ঠিক পাতা ঝরা 
ঋতুর পরে, নব কলিকার 
অঙ্কুরণ, শাখা  
প্রশাখায় 
যেন সোঁদা মাটির গন্ধ মাখা ভাব,

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
Poppified