বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

বহু দিনের পরে - -

বহু দিনের পরে সে দেখেছে ফিরে, বহু দিনের 
পরে সাঁঝের আকাশে মেঘের আলোড়ন,
অজ্ঞাতসারে তার চোখের কোণে 
আবার ভেসে উঠতে চায় 
বিগত শ্রাবণের 
বিলুপ্ত 
রাত্রি, বহু দিনের পরে দেখি নিশি পুষ্পের - - 
অঙ্কুরণ ! কিছু পরিচিত গন্ধের 
উপারম্ভ, কিছু সঙ্কুচিত
অপ্রকাশ্য মুহুর্তের 
উদ্ঘাটন,
অনেক দিনের পরে সে খুলেছে, দীর্ঘায়িত ওই 
বন্ধ দক্ষিণমুখী জানালার ফলক, 
হয় ত পুনরায় ছুঁতে চায় -
সে বিবর্ণ দর্পণে 
হারানো 
অতীতের, কিছু সজল ভাবনার প্রতিফলন - - 
* * 
- শান্তনু সান্যাল 
rain pearl