বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

অন্তহীন শাস্তি - -


অন্তহীন শাস্তি নিয়ে বুকে বাঁচার নাম

হলো জীবন, অসংখ্য বার বিতরিত

হওয়ার পরে, আমার ভাগে শূন্য

থাকাই স্বাভাবিক, নিজেকে 

উজাড় করে অন্যকে

ভালোবাসাটাই

হলো আসল

জীবন,

অদৃশ্য সম্মোহে মৃত্যুবিহীন পুনরায় জন্ম গ্রহণ, অন্তহীন শাস্তি নিয়ে বুকে বাঁচার 

নাম হলো জীবন । মায়াময় এই

কারাবাসের আছে নিজের

বিরল মুগ্ধতা, উন্মুক্ত

দ্বারের উস্কানি

অর্থহীন,

দেহ

নিষ্প্রাণ পড়ে থাকে মেঝে, মন তখন  অভিলাষী পাখি, কিন্তু পালক 

বিহীন, অট্টহাসির মাঝে

পিঞ্জর করে নগর

কীর্তন, অন্তহীন 

শাস্তি নিয়ে 

বুকে 

বাঁচার নাম হলো জীবন ।

* * 

- - শান্তনু সান্যাল

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

যখন সারা শহর মূর্ছনায় - -

জানি না কারা এরা, নাগা সাধু কী 

সরকারের মরচে পড়া চাটুকার,

 উলঙ্গ ভাষায়

যেখানে ওখানে 

দিচ্ছে ষাঁড় 

হুঙ্কার, 

কোন জুতোর কারখানায় এরা

চাকরী করে, যে মানুষের

চামড়ায় জুতো বানায়,

কে আছে এদের

সম্রাজ্ঞী, এ

কেমন

অহংকার, কোন মহিষাসুরের

রাজত্বে লোক বাস করছে,

এ কেমন রক্ত পিপাসু

চিৎকার, এরা কারা

মোমবাতি হাতে

নিযে শান্তির

মুখোশ

পরে

করছে নিরীহ মানুষের সংহার,

এরা কারা জোকারের দল

সেজে গরিবের পেটে

মারছে লাথি, আর

সাজাচ্ছে নিজের

অট্টালিকায়

টাকার

পাহাড়, মূর্ছনায় যখন সারা

শহর, তখন অর্থহীন

 শব্দের হাহাকার ।

- - শান্তনু সান্যাল