ভাসা ভাসা ওই সজল চোখের মাঝে -
ছিল অথৈ গভীরতা, পলক
তীরে বিন্দু বিন্দু
নীরব
ভাবনার প্রদীপ জ্বলেছে, নিভেছে সারা
রাত, বুকের ভিতরে ছিল এক
অপূর্ণ জল রং ছবি উঠেছে
ডুবেছে বারংবার
সারা রাত, .
যখন নিশীথের অন্ধকারে ঘুমন্ত নদী -
দিয়েছে ডাক, হৃদয়ের তীরে
ফুটেছে, ঝরেছে বহু
অনামা নিশি -
কুসুম
সারা রাত, স্বপ্নের ওই মায়াবী জালে
যখন গোটা পৃথিবী নিমগ্ন
একাকার, তখন
দেহ ও
প্রাণে তার রহস্যময়ী প্রণয়ের সঞ্চার,
জ্বলেছে পুড়েছে কোন মধুর
দহনে বিন্দু বিন্দু এই
সুরভিত নিঃশ্বাস,
সারা রাত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
aquarelle emotion
ছিল অথৈ গভীরতা, পলক
তীরে বিন্দু বিন্দু
নীরব
ভাবনার প্রদীপ জ্বলেছে, নিভেছে সারা
রাত, বুকের ভিতরে ছিল এক
অপূর্ণ জল রং ছবি উঠেছে
ডুবেছে বারংবার
সারা রাত, .
যখন নিশীথের অন্ধকারে ঘুমন্ত নদী -
দিয়েছে ডাক, হৃদয়ের তীরে
ফুটেছে, ঝরেছে বহু
অনামা নিশি -
কুসুম
সারা রাত, স্বপ্নের ওই মায়াবী জালে
যখন গোটা পৃথিবী নিমগ্ন
একাকার, তখন
দেহ ও
প্রাণে তার রহস্যময়ী প্রণয়ের সঞ্চার,
জ্বলেছে পুড়েছে কোন মধুর
দহনে বিন্দু বিন্দু এই
সুরভিত নিঃশ্বাস,
সারা রাত,
* *
- শান্তনু সান্যাল
aquarelle emotion