শব্দহীন গাঢ় আঁধারে, অনেক ক্ষণ প্রতীক্ষার
no idea about painter 8
পরে, ফিরে এলাম স্ব বৃত্তে, এখন
বর্ণহীন দেয়াল, চোয়ান
চিহ্ন, ঝরা ফুলের
বৃন্তের
সাথে কথোপকথন, সময়ের আকুঞ্চনে - -
নিজের আবিষ্কার ! কুয়াশা
সরিয়ে বৃদ্ধ আয়নার
সম্মুখীন, কিছু
আলোচনা
কিছু
নিজে কে ফিরে পাওয়া, অন্তরালে তুমি ও
আছো নীরব দাঁড়ায়ে, অদৃশ্য !
চাহিদার ফর্দ নিয়ে
হাতে, হয় ত
কিছু
চোরা স্বপ্ন এখনো লিখে রেখেছ নিজের -
মনের তালিকায় ! দ্বিধাগ্রস্ত
জীবন ফিরে দেখতে
চায় না তোমার
সজল
চোখের গুপ্ত তরঙ্গ, কিছু ভাঙা ঢেউর
আর্তনাদ, কিছু অপূর্ণাঙ্গ ফুলের
অসময়ে ঝরে যাওয়া !
কিন্তু নিয়তির
আগে সব
কিছুই
অনিশ্চিত, না তুমি সেই দুর্লভ শিশির
বিন্দু, না আমার বুকে আছে
বাকি ঝিনুকের অমূল্য
প্রতিভাস, শুধু
মাত্র এক
দীর্ঘ নিঃশ্বাস - - - অসীম শুন্যতা - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/