সোমবার, ২১ নভেম্বর, ২০১১


আরোহী 

আরোহণের পূর্বে হয় ত আমি বাঁধি নি 
কটিবন্ধে দড়ি, শীর্ষে উঠতে গিয়ে 
নেমে এসেছি ঠিক যেখানে 
ছিল আরভমানের
প্রস্তর চিহ্ন, 
তোমার হাসির গন্ধে ছিল অবহেলার 
প্রবণতা, এখানে কিন্তু জীবন 
পুনরায় প্রস্তুত, অবাধ্য 
ভাবে উঠে যেতে 
চায় অধর 
ছাড়িয়ে 
হৃতপিন্ডের বোধাতীত জগতে, তুমি 
থামাতে পারো নি আমার 
অনুপ্রবেশ, অসহায় 
ভাবে মেনে 
নিয়েছ, 
দৈহিক, অদৈহিক, সর্ব অপ্রত্যাশিত আধিপত্য,
সমর্পণের মুহূর্তে তুমি এখন কেবল 
জলবিহীন মাছ, দিঘির বাইরে 
তোমার নিঃশ্বাস, একমাত্র 
আমার হাতে, নিয়তির 
চক্রে আরোহী তুমি 
যদি পারো ধরে 
রাখো 
পাষাণী বুকের জোরাল, শুষ্ক পাঁজরের অগ্রভাগ.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/