বুধবার, ৭ মার্চ, ২০১২

স্বপ্নের আত্মীয়তা

তৃষিত ধরা, আকাশ নিমগ্ন আলোর জগতে,
উত্থাপিত হাত চায় মেঘের ছায়া, 
মাটির বুকে স্বপ্নের বীজ 
যায় শুকায়ে, ওই 
অন্ধ গলির 
মোড়ে
মাড়িয়ে গেছে, বিজয়ী মিছিল সহস্ত্র পায়ে, 
ফুলের তোড়ার শ্বাসরোধের সাক্ষী 
ছিল শুধুই এক নিখোঁজ শিশু,
মধুমাস ও যাবে তার 
প্রেমের মুখোশের 
সঙ্গে খসে, 
তার আশ্বাসনে গেছে জীবন ফুরায়ে, না 
আসি নি, তার আবছা প্রতিশ্রুতি 
সকাল, তাই বসে আছি 
পথের  ধারে এঁকে 
জীবনের পথ -
চিত্রাঙ্কন,
যদি কিছু করুণার খুচরো, ক্ষুধিত পেটের 
আগুন নিভায়ে, তাকে নিয়ে আর 
পারি না, লিখে যায় শুধুই 
মিছে মিছে দেয়ালের 
গায়ে বৃষ্টির 
খবর, 
জানা সত্তেও যে মরুভূমির বুকে স্পন্দন 
গেছে থেমে, কিন্তু কি বা করা যায় 
স্বপ্নের কাছে আপন কিংবা 
পরকীয় বলে কেউ 
নয়, তাই 
নিশীথ রাতে চাপা পায়ে কিছু জীবন্ত আলো
চোখের পাতায়, নিঃশব্দ যায় 
সাজায়ে - - - 

- শান্তনু সান্যাল
painting  by SANATAN DINDA - India