পূর্ণাঙ্গ পরিচয় সম্ভব নাই, তার এক নজরে
পৃথিবী পুনরায় আবর্তনশীল, বালুর
ঝড় থেমে চলেছে আস্তে আস্তে,
জীবনের মরু প্রান্তরে
ফুটে চলেছে
নাগফণীর গুচ্ছ, জন শুন্য নিশি পান্থশালা,
রাতের যাত্রি হয় ত গেছে পৌঁছিয়ে
বহু দূর পেরিয়ে বাবলা
বন, নোনা জলের
ঝিল, ফিরে
যাচ্ছে আকাশে প্রবাসী রাজহংসের ঝাঁক,
ঝরে বিন্দু বিন্দু তার মৌ ভরা
হাসি, রঙ ভরে গেছে কে
যেন তাই দেখি
চঞ্চল সজল
আঁখি, অদৃশ্য জড়িয়ে রয়েছে বুকের মাঝে
কার ভালবাসা, কে যেন সরিয়ে
গেছে আবছা আরশির
জমা ধুলা, মলিন
মুখপান,
অকস্মাৎ হয় উঠেছে ঝলমল, পূর্ণ প্রদীপ্ত
অন্তর্মনের আঁধার, ছড়িয়ে গেছে
পবিত্র প্রেমের নির্ঝর, চার
দিকে টাটকা উচ্ছ্বাস,
জীবনের ক্লান্ত
পথে
সে যেন ভরে গেছে পুনর্জাগরণের অনন্ত
বিশ্বাস - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - desert_cactus by Felipe D Tapia