কিছু বিশেষ ছিল না, বলার জন্য - -
তাই আরশিকে দিলাম বিদায়,
আসলে, অনেক সময়ে
ওই গলাগলি
ভাবটাই
ডেকে আনে সহজ জীবনে তিক্ততা,
খুব নিখুঁত ভাবে আত্মীয়তা
গড়তে গিয়ে দেখি, ওই
সমস্ত চেনা মুখ
দাঁড়িয়ে
আছে ঠিক উঠোনের পারে, হাতে -
নিয়ে জ্বলন্ত মশাল ! যাকে
বলে হাতায় লুকোনো
সাপ, বিভীষণের
সগোত্রীয়
মানুষ, আমি অথবা তুমি কেউ নয়
এখানে ব্যতিক্রমী, সবাই যেন
মৌসুমের সাথে জড়িয়ে
আছে আবরণের
ভিতরে
আর একটা আবরণ, ওই দেউলের
ঘাটে কিংবা সুদুর আকাশের
তারক ভরা হাটে, খুঁজে
পাই নি তোমায়,
মনে হয়
জেনেশুনেই দিয়েছিলে ভুল ঠিকানা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
stony-beach-impression-lutz-baar
তাই আরশিকে দিলাম বিদায়,
আসলে, অনেক সময়ে
ওই গলাগলি
ভাবটাই
ডেকে আনে সহজ জীবনে তিক্ততা,
খুব নিখুঁত ভাবে আত্মীয়তা
গড়তে গিয়ে দেখি, ওই
সমস্ত চেনা মুখ
দাঁড়িয়ে
আছে ঠিক উঠোনের পারে, হাতে -
নিয়ে জ্বলন্ত মশাল ! যাকে
বলে হাতায় লুকোনো
সাপ, বিভীষণের
সগোত্রীয়
মানুষ, আমি অথবা তুমি কেউ নয়
এখানে ব্যতিক্রমী, সবাই যেন
মৌসুমের সাথে জড়িয়ে
আছে আবরণের
ভিতরে
আর একটা আবরণ, ওই দেউলের
ঘাটে কিংবা সুদুর আকাশের
তারক ভরা হাটে, খুঁজে
পাই নি তোমায়,
মনে হয়
জেনেশুনেই দিয়েছিলে ভুল ঠিকানা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
stony-beach-impression-lutz-baar