মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

সুখের ঝরা পালক - -

সে  যেন এক অল্পকালীন বৃষ্টি, নিমিষে
গেছে ভিজিয়ে, হঠাৎ রাস্তা ঘাট,
হাট বাজার, পুকুর পারের
ওই বর্জিত ঢিবি !
সমস্ত কিছু
সহসা
এক পলকে ঝলমল, আসলে ওই উন্মুক্ত
হাসির নেই কোনো ভৌগলিক
সীমা, আকাশের এক
প্রান্ত হতে অন্য
প্রান্তে সে
যেন
হয় উঠে ইন্দ্রধনুর সপ্তরঙ্গী ঝুলন্ত সেতু,
রাঙিয়ে যায় হৃদয়ের রিক্ত স্থান,
ভরে যায় নিষ্প্রভ চোখে
ফুটন্ত রজনীগন্ধার
অদেখা কিছু
স্বপ্ন !
জীবন পুনরায় খুঁজে হারানো সুখের - -
ঝরা পালক - -

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.in/
rain-watercolor-painting