শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

নিসর্গের বিধান - -

ওই মিলন স্থলে সমস্ত মালিন্য যায় হারিয়ে
মধুর আর নোনা অহং মিলে মিশে
হয়ে ওঠে যেখানে, প্রগাঢ়
নীলাভ জলরাশি,
মানুষ যখন
খুঁজে
পায় স্ব -পরিচিতি, সেই অমূল্য মুহুর্তে - -
মানবিকতার ঘটে পুনর্জাগরণ !
ক্ষুদ্র নদীর পরিভাষা
যায় বদলিয়ে,
সে তখন
অর্ণবের বুকে অর্ধাঙ্গিনীর রূপে নিমজ্জিত !
নিসর্গের বিধান চিরস্থায়ী, এমনকি
দিগ্বিজয়ী সম্রাটও আনত
ঘাড়ে করে স্বীকার,
তার অন্তিম
বিচার,
অদৃশ্য হাতের খপ্পর হতে তখন মুক্তি - -
সহজ নয়, প্রতি মুহুর্তের হিসেব -
নিকেশ সুস্পষ্ট ভাবে
থাকে নিবন্ধিত,
ওই দরবারে
কোনো
সুপারিশ কাজে লাগে না, সংশোধন খুবই
কঠিন সে মুহুর্তে - -

* *
- শান্তনু সান্যাল