বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

সজল চোখের অভিলাষ - -

প্রতিশ্রুতির হাসি নিয়ে চোখে, জীবন -
দাঁড়িয়ে আছে পুনরায় তোমার 
দরজায়, না কোনো কড়া 
নাড়ার শব্দ, না 
কোনো 
ডাক, জানি তুমি নিজেই খুলবে মনের 
দ্বার আত্ম অনুভূতির ফলে, ওই 
আত্ম বিভোরের বিরল 
মুহুর্তে, আমি 
তোমায় 
ভালবাসবো, পরিপূর্ণ দেহ ও প্রাণের -
সাথে, এখন তুমি বসে আছো,
মায়াবী আয়নার সম্মুখে,
বিমুগ্ধ লয়ে  শুধুই 
নিজের মাঝে 
বিস্মৃত,
অন্যমনস্ক ঘোর যখন যাবে কেটে - -
হয় ত সেই মুহুর্তে তুমি শুনবে 
স্পন্দনের শব্দ ! বুঝবে 
সজল চোখের 
অভিলাষ,
* * 
- শান্তনু সান্যাল 
art by nancy medina