রবিবার, ২ জুন, ২০১৩

আত্মসমর্পণ - -

গভীর রাতের নীরবতা নিয়ে বুকে, জনশূন্য পথে
একা হেঁটে যেতে চায় মন বহু দূর, নিভৃত 
আলোর যেখানে আছে নিশিপালন,
ওই ঘুমন্ত পাহাড়ের চুড়ায় 
যখন চাঁদ করে সিক্ত 
চুম্বন, ঝির -
ঝির 
জোছনায় ডুবে রয় রহস্যময়ী উপত্যকা ! অরণ্য - 
কুঞ্জে ওঠে প্রগাঢ় অনুরাগের গন্ধ, ঝিমন্ত 
মুহুর্তগুলি তখন সহসা সজাগ, 
অদৃশ্য ছায়ার সত্তা করে 
যেতে চায় দেহ ও 
প্রাণে - 
একছত্র রাজত্ব, অস্থির ভাবনার ওই রোমাঞ্চক - - 
ক্ষণে আত্মসমর্পণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
moonlit forest