চির পরিচিত মুখের ওই জলসায়
সব কিছুই ছিল যথাবৎ
নিজের জায়গায়,
সঠিক
গোছানো, কায়দা করে সাজানো,
বিদেশাগত ফুলদানি, চটক
রঙের আলোর মাঝে
অবশ্যই ফুলেরা
ছিল দেশী,
তার ওই
স্বপ্নীল আসরে, সমস্ত কিছু ছিল -
দামী, অমূল্য সৌন্দর্য্যে ভরা
কিন্তু সব কিছু থাকার
সত্তেও, ওই বিশেষ
চেহারায়
ছিল না সতেজতা, কোথায় যেন
সে হারিয়ে এসেছে হাসির
কৌটো, কোথায়
যেন ভুলে
এসেছে
ভালবাসার খোলা আতরদানি !
তার চোখের কোণে মেঘের
ছায়া ছিল সুস্পষ্ট, এক
অস্থায়ী থামানো
ঝড়ের
সাথে, তার চোখের সন্ধানে ছিল
পরকীয় গন্ধ, অপ্রত্যাশিত
ভাবে সন্ধ্যার বৃষ্টি !
যদি ধুয়ে যায়
সব কিছু
নিমেষে, বুকের মাঝে ছিল তার
ঘনীভূত প্রেমের ধাতুনি:স্রব,
অনুদ্ঘাটিত অন্তহীন
অপেক্ষা জানি
না কার
জন্য সে হতে চায় আগ্নেয়গিরি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Chris Saper
সব কিছুই ছিল যথাবৎ
নিজের জায়গায়,
সঠিক
গোছানো, কায়দা করে সাজানো,
বিদেশাগত ফুলদানি, চটক
রঙের আলোর মাঝে
অবশ্যই ফুলেরা
ছিল দেশী,
তার ওই
স্বপ্নীল আসরে, সমস্ত কিছু ছিল -
দামী, অমূল্য সৌন্দর্য্যে ভরা
কিন্তু সব কিছু থাকার
সত্তেও, ওই বিশেষ
চেহারায়
ছিল না সতেজতা, কোথায় যেন
সে হারিয়ে এসেছে হাসির
কৌটো, কোথায়
যেন ভুলে
এসেছে
ভালবাসার খোলা আতরদানি !
তার চোখের কোণে মেঘের
ছায়া ছিল সুস্পষ্ট, এক
অস্থায়ী থামানো
ঝড়ের
সাথে, তার চোখের সন্ধানে ছিল
পরকীয় গন্ধ, অপ্রত্যাশিত
ভাবে সন্ধ্যার বৃষ্টি !
যদি ধুয়ে যায়
সব কিছু
নিমেষে, বুকের মাঝে ছিল তার
ঘনীভূত প্রেমের ধাতুনি:স্রব,
অনুদ্ঘাটিত অন্তহীন
অপেক্ষা জানি
না কার
জন্য সে হতে চায় আগ্নেয়গিরি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Chris Saper