বুধবার, ৩ আগস্ট, ২০১১


অসময়ের মধুমাস 
উঠিয়ে গেছে কে যেন, বিস্ফারিত রাতের আকাশ,
কুটোর শিখা নিভু নিভু,জীবন শুধুই দীর্ঘ্য নিঃশ্বাস !
ডুবন্ত তারকের পথে, আছে এখনো আবছা নীলাভ 
সিক্ত প্রতিধ্বনির আবেগে, ঘুমন্ত সর্ব হাস পরিহাস,
আদ্র বুকের বেষ্টনী, ঝরেছে অঝর বৃষ্টি সারা রাত -
ভরে গেছে কে যেন রিক্ত হৃদয়, হটাত, অনায়াস ?
ক্লান্ত দেহে র পরিমণ্ডলে কে লিখে গেছে, অভিলেখ -
জেগে উঠেছে অজস্র কাচের স্বপ্ন,জীবনের আসপাস !
গভীর স্পন্দনে,বহে যায় অগণিত প্রণয়ের কণিকা
ফিরে ফিরে আসে, যেতে যেতে অসময়ের মধুমাস,
-- শান্তনু সান্যাল