বহু বার বারণ করেছি, বহু বার সে ছুঁতে চেয়েছে
wild flower 3
জ্বলন্ত শিখা, ওই শিশুবৎ জেদ পুড়িয়ে গেছে
গভীর প্রান্তের তৃণভূমি, কিছু স্বপ্নের
পতঙ্গ, কিছু নীলবরণী ভাবনার
লাজুক পাখি হয় ত উড়ে
পেয়েছে ত্রাণ, তার
ওই বিক্ষিপ্ত
ভালবাসা
কিংবা আত্মদহন আন্দোলিত করে গেছে, চির
মন্থর হৃদয় তরঙ,অপ্রত্যাশিত তার সেই
বিধ্বংসী প্রণয়, ছিনিয়ে গেছে দিবা
নিশির স্পর্শানুভূতি, সে যেন
শুনতে, কোনো ভাবেই
রাজি নয়, তর্ক
বিতর্কের
বাহিরে তার প্রেম ! শুধুই হতে চায় এক মুঠো -
চিতাভস্ম - -