সোমবার, ১৫ মে, ২০২৩

অনন্তকালীন সন্ধান - -

জীবনের যে মুহূর্তে, নিঃশ্বাস যাবে হারিয়ে 
দেহের জগৎ পড়ে রইবে শূন্যতার
মাঝে, সে দিন কী রবে সেই 
আসক্তির সান্দ্রতা 
তোমার হৃদয়ে, 
চিরকালের
জন্যে,
প্রেম কী ক্ষণিক সম্মোহন শুধুই চোখের 
ছলনা, যখন কিছুই চিরস্থায়ী নেই 
তখন কিসের অহংকার ও 
কিসের জয়লাভ !
সব কিছু 
বহে 
যাবে সময়ের তীব্র প্রবাহে, না তুমি রবে 
তুমি, না আমার অস্তিত্ব অন্তহীন,
শুধুই কুয়াশাচ্ছন্ন ভরা 
পথে হেঁটে যাওয়া,
অজ্ঞাত 
গন্তব্যে হারিয়ে যাওয়া, ক্রমশঃ অদৃশ্য -
ঠিকানার পথে অনন্তকালীন সন্ধানের যাত্রা !
* * 
- শান্তনু সান্যাল 

অতীতের রঙীন স্মৃতি - -

আর কত দূর, যে নিয়ে যেতে চাও-
তুমি, এই নীরব রাতের শেষ -
প্রহরে, একের পর এক
গেছে ঝরে, নিশি
পুষ্পের
লাজুক গন্ধ ভরা পাপড়ি, সুদুর - -
মহুয়া বনে থেমে গেছে
মধ্য রাতের ওই
নিরীহ
হরিণের স্নায়বিক ডাক, চিরকালের
জাল - জালিকের খেলা, এক
জনের মৃত্যু অপরের
জন্য জীবন !
নিসর্গের
নিয়ম খুবই জটিল, ওই নিগূঢ় অরণ্য
পথের আছে সবাই যাত্রী, জানা
সত্ত্বেও যে প্রত্যেক জিনিসের
আছে এক দিন, অন্ত
অবশ্যম্ভাবী,
তবুও জীবন ধরে রাখতে চায়, কিছু -
অতীতের রঙীন স্মৃতি, কিছু
মিথ্যে আত্মীয়তার এক
সাময়িক প্রলেপ,
অথবা তার
তথাকথিত শাশ্বত অঙ্গীকার অবশ্যই
কিছুই নেই এই জগতে অটুট,
শুধুই এক  সুন্দর আত্ম
প্রবঞ্চনা, তবুও
সাজিয়ে
রাখতে ক্ষতি কি, হৃদয়ের ফুলদানী - -

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/

painting by artist Qiang Huang 1