দেহের জগৎ পড়ে রইবে শূন্যতার
মাঝে, সে দিন কী রবে সেই
আসক্তির সান্দ্রতা
তোমার হৃদয়ে,
চিরকালের
জন্যে,
প্রেম কী ক্ষণিক সম্মোহন শুধুই চোখের
ছলনা, যখন কিছুই চিরস্থায়ী নেই
তখন কিসের অহংকার ও
কিসের জয়লাভ !
সব কিছু
বহে
যাবে সময়ের তীব্র প্রবাহে, না তুমি রবে
তুমি, না আমার অস্তিত্ব অন্তহীন,
শুধুই কুয়াশাচ্ছন্ন ভরা
পথে হেঁটে যাওয়া,
অজ্ঞাত
গন্তব্যে হারিয়ে যাওয়া, ক্রমশঃ অদৃশ্য -
ঠিকানার পথে অনন্তকালীন সন্ধানের যাত্রা !
* *
- শান্তনু সান্যাল