কখনো, কোনো এক দিন, ক্লান্ত একাকী, ফেকাশে
সন্ধ্যার মুখে, যদি নিশি গন্ধার মৌসুম
যায় ফুরিয়ে, বৃষ্টি থেমে রয়
যদি ঈশান কোণে !
মুখ ভার করে,
মন খারাপ কর না যেন, অলিন্দের কোনো এক
আঁধার কোণায়, ঘুপচি মেরে হয় ত
বসে রবে আমার কবিতার
পুরাতন গন্ধ, ওই
সেঁতসেঁতে -
অনুভূতির মাঝে কোথায় যেন এক টাটকা - - -
বাতাসের আভাস ছুঁয়ে যাবে তোমাকে,
টের পাবে নিশ্চই, সজলতা ঘিরে
আসবে ধীরে ধীরে, দেহ ও
প্রাণে, তখন হয় ত
তুমি খুলবে
স্মৃতির সিন্দুক, উলট পালট করে খুঁজবে, হারানো
ভেজা মুহুর্তগুলি - -
* *
a glance