শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

ভেজা মুহুর্তগুলি - -

কখনো, কোনো এক দিন, ক্লান্ত একাকী, ফেকাশে 
সন্ধ্যার মুখে, যদি  নিশি গন্ধার মৌসুম 
যায় ফুরিয়ে, বৃষ্টি থেমে রয় 
যদি ঈশান কোণে !
মুখ ভার করে,
মন খারাপ কর না যেন, অলিন্দের কোনো এক 
আঁধার কোণায়, ঘুপচি মেরে হয় ত 
বসে রবে আমার কবিতার 
পুরাতন গন্ধ, ওই 
সেঁতসেঁতে -
অনুভূতির মাঝে কোথায় যেন এক টাটকা - - -
বাতাসের আভাস ছুঁয়ে যাবে তোমাকে,
টের পাবে নিশ্চই, সজলতা ঘিরে 
আসবে ধীরে ধীরে, দেহ ও 
প্রাণে, তখন হয় ত 
তুমি খুলবে 
স্মৃতির সিন্দুক, উলট পালট করে খুঁজবে, হারানো 
ভেজা মুহুর্তগুলি - - 
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
a glance 

বিলুপ্ত দ্বি -পথিক - -

নিঃশ্বাস বিনিময়ের অদৃশ্য লেখচিত্র ছাড়া, ওই মুহুর্তে 
কিছুই ছিল না আমাদের মাঝখানে, আলো -
আঁধার মিশ্রিত, এক ধুসর পরিবেশ,
বালু ঝড়ের মাঝে যেন সুদুর 
মরুদ্যানে হারিয়ে যাচ্ছে 
তখন সব কিছু, 
পৃথিবী 
আকাশ, সমুদ্র পাহাড় ! পারস্পরিক সন্ধানের ওই ক্ষণে 
খুঁজে পেয়েছি, নিজেদের কে পরস্পরের অনেক 
ভিতরে, অনেক গভীরে, সেখান থেকে 
আর ফিরে আসা ছিল না সম্ভব,
তাই দূর হতে জানিয়ে 
গেলাম বিদায় !
হে ! প্রিয় 
বসুন্ধরা, আর ডেকো না, আমরা আর কোনো দিনই -
ফিরব না, এখান থেকে মহৎ প্রয়াণের পালা,
অনন্ত পথের যাত্রী আমরা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.