সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

চেতনার পথিক - -

প্রবঞ্চনা কি ধীরগতি বিষ, কি যে ছিল তার 
তথাকথিত প্রণয়ে, বলা কঠিন, তবুও
জানি না কোন সম্মোহনে 
কিছু ক্ষণের জন্য 
হারিয়ে 
ছিল এই মন, তার মৌন চাহনির মাঝে ছিল 
নিশ্চই, অদৃশ্য প্রাণঘাতী তীরের আবেগ,
নিঃশব্দে গেছে হৃদয় হতে অনেক 
গভীরে, ভাবনার শান্ত 
তরঙ্গ হঠাৎ
যেন -
কাল বৈশাখী ঝড়, করে গেছে উদ্ধ্বস্ত পথের 
সব কিছু, জীবন চেয়ে রইলো অবাক 
চোখে তার ওই ক্ষিপ্ত মায়াবী 
রূপ সে প্রেম কি স্পৃহা,
বোঝার আগেই 
সমস্ত কিছু 
স্বাহা !
যখন গেছে বিলুপ্তির পথে চেতনার পথিক !
অন্ধকার তখন ক্রমশঃ আরো 
রহস্যময়, নিজের ছায়া 
পর্যন্ত মনে হলো 
অপরিচিত, 
অদ্ভুত 
সে এক পরিবেশ, কোথায় যে উত্পত্তি আর 
কোন খানে শেষে, বুঝে উঠতে পারি 
নি এই জীবন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Forget Me Not by artist sailor
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLNGvveunTZ1cvV31pz1D3uL76ZhwOYSGAQO4sfiPxf66AfbZFrwmop6LPqwNbTxEvkwl_cfxsIU0P08_N2v6kdKoWvCRRD5D7Aeq9xR7_68odFO3ec1oPDjFlIuC3h5UMfa6RIydLU_s/s1600/Forget+Me+Not%2521.JPG