বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

জ্বলন্ত অভিলাষ - -

তার জ্বলন্ত অভিলাষে আছে আকাশ -
ছোঁয়ার আকাঙ্ক্ষা, বুকের 
অঞ্চলে সমস্ত আলোর 
সংকলন করে 
রাখার 
অদম্য কামনা, জীবনের প্রকৃত সত্য 
কিন্তু চির দিনই ঊষর মরু,
বুকে নিয়ে এক জ্বলন্ত 
মৌন ভাবনা 
চেয়ে রয়, 
ধবল মেঘের আনাগোনা ! স্বপ্নগুলো 
কিন্তু চিরহরিৎ, ঝরে যাওয়ার 
পরেও পুনরায় গজিয়ে 
ওঠে পুরাতন 
গাছের 
শাখায়, নিতে চায় নিঃশ্বাস সকালের 
মৃদু সমীরণে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
dreamy gazebo

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

তোমার ওই ভাললাগা - -

ঠিক, শৈশবের কোনো এক দীর্ঘ যাত্রার 
স্মৃতি, ট্রেন জানালার ধারে বসে 
থাকার খুশি, কিংবা তার
ওই কাঁচা প্রেমের
মাটি ভেজা - 
গন্ধ !
জীবন আবার খুঁজে, অলস উষ্ণকালের
বিকেল বেলা, অলিন্দের গায়ে 
কনুই রেখে, সান্ধ্য বৃষ্টির 
ছিঁটে ফোঁটা, মনের 
কোনো এক 
অঞ্চলে 
এখনো রয়েছে চির সজলতা, জানি না 
তোমার মনে পড়ে কী না, ওই 
লেবু ফুলের গন্ধে মাখা 
অনুভূতি, ভুল 
বানানে 
ভরা প্রেমের চিরকুট কিংবা তথাকথিত
প্রথম প্রেম পত্র, দেয়ালের গায়ে 
রঙ্গীন পেন্সিলে, লুকিয়ে 
আঁকা কিছু স্বপ্ন 
কিংবা 
বিমূর্ত শিল্প, এখনো বুঝতে ইচ্ছে করে 
তোমার ওই ভাললাগা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hope

রবিবার, ২৩ মার্চ, ২০১৪

পরিত্যক্ত আবরণ - -

আবরণ পড়ে রইলো স্মৃতির আলনায়,
শুন্য ঘরে ছিল অদ্ভুত নিস্তব্ধতা,
প্রবণতার একফালি আলো
ক্রমশঃ গেছে হারিয়ে,
মৌসুমের সাথে 
সব কিছুই 
যায় 
বদলিয়ে, জীবনের আরএক নাম হলো 
পরিবর্তন, স্মরণের আয়ু খুবই 
সংক্ষিপ্ত, রঙীন অ্যালবাম,
সময়ের সাথে, আস্তে 
আস্তে হয় 
ওঠে 
ধুসর রঙ্গী, চিরস্থায়ী প্রতিশ্রুতির ফুল 
যায় শুকিয়ে, ফুলদানি যথারীতি 
পড়ে রয়ে একাকী, কোণের 
পরিত্যক্ত এলাকায়,
উপেক্ষিত এক 
ধারে !
কোনো কারণে যখন হঠাৎ ফুলদানি -
টা যায় ভেঙে, তখন কে যেন 
দুঃখিত সুরে বলে যায় 
আহঃ রে  ভেঙে 
গেল, সুন্দর 
ছিল !

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by michelle - realism

শনিবার, ২২ মার্চ, ২০১৪

অকস্মাৎ অভিঘাত - -

কোথায় সম্ভব সব কিছু মনের অনুরূপ 
খুঁজে পাওয়া, পরিপূর্ণ মানুষ শুধুই 
বইর কাহিনী, বাস্তবিকতার 
প্রতিফলনে তোমার
আমার ছবি 
কেবল 
এক নগ্ন সত্য, আসলে নেপথ্যে সবাই -  
মুনাফেকীরে লিপ্ত, মঞ্চের উপরে 
করে যাই মুখোশ পরে,
ভালো মানুষের 
নিখুঁত 
অভিনয়, যবনিকা পড়লেই আঁধারের 
ওই চির পরচিত বন্য খেলার 
আরভমাণ, তাদের 
দাবির মাঝে 
রয়েছে 
অদৃশ্য দাবার রণকৌশল, একটু পলকা 
পৃষ্ঠতলের সন্ধান, তার পরেই 
অকস্মাৎ অভিঘাত !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
red rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_iGffXg5IniCubny73FGEG0DBgv2lO1PrCBnKzdeeQQfCMLArPyQfnoK_Ene1-CocYuT3_-IEoH7RDiWyd9ek5gOob5Pn_q8T0f17RvIOD1NaxbxXEt_TjP1ABs4juZbN5MiKG6Z2pmw/s1600/Red+rose+study+2.JPG

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

পুনর্বহালের পথে - -

অবরোহী সন্ধ্যার আলোর পথে, দেখেছি 
তোমায় ক্লান্ত দেহে, ফিরে চলেছো 
একাকী নিজের গেহে, ওই 
আবছা অন্ধকারে, 
দরজার মুখে 
দাঁড়িয়ে 
কিছু ক্ষণ দেখেছি তোমায় ভাবতে, ওই 
আত্ম হিসাবের আছে, এক অদ্ভুত 
বিষন্ন সুন্দরতা, সব কিছু 
হারাবার, পরেও 
জিতের 
অনুভূতি, সারাটা দিনের অদৃশ্য যুদ্ধের 
পরে, বুকের শিবিরে ফিরে আসা, 
চার দেয়ালের মাঝে নিজের 
অস্তিত্বের সন্ধান !
অন্তরঙ্গ
সাথীদের সঙ্গে পুনশ্চ আপস-মীমাংসা,
জীবন তখন নি:সন্দেহে স্বার্থপর,
আগামী দিনের জন্য করে 
চলেছে নিজেকে 
প্রস্তুত !
পুনরায় স্বপ্নের মঞ্চে ধরে আনতে চায় 
পরিচিত কাউকে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Charles Ethan Porter - óleo sobre lienzo - 1884

বুধবার, ১৯ মার্চ, ২০১৪

সাগর সন্ধানে - -

জীবন যখন শান্ত নদীর পৃষ্ঠতল,
সাগর সঙ্গম বহু দূর, তুমি 
তখন স্থগিত কাল 
বৈশাখী ঝড়, 
ঘিরে 
থাক ঈশান কোণে অগোচর, -  
হৃদয় যখন নির্জন মঠের 
বাসী, তুমি তখন 
উজ্জ্বল 
রাতের শিশিরসিক্ত মৌন বৃষ্টি !
বিন্দু বিন্দু ঝরে যাও 
ধুসর প্রান্তরে,
নয়নের 
আলো যখন আঁধার মুখী, তুমি 
তখন স্বপ্নীল জোনাকির
অজানা কোনো 
সুদূর দ্বীপ,
ভেসে 
যাও বুকের গহন অঞ্চলে, জানি 
না কোন মোহানার পথে 
আছে অবস্থিত, 
তোমার 
প্রণয়ী মহাসাগরের বক্ষ:স্থল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by scott phillip

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

খাঁটি চেহারা - -

উঠন্ত সূর্যের সবাই উপাসক, ডুবন্ত 
সূর্যের সাথী আঁধার ছাড়া 
কেউ ছিল না, তার 
অন্তিম আলোর 
সঙ্গে পাখি -
দের 
ঝাঁক উড়ে গেছে সুদুর কোন অশ্বত্থ 
গাছের চুড়ায়, তাদের প্রীতি -
অনুরাগের বিশুদ্ধতা 
কত ছিল বলা 
কঠিন,
সময়ের কষ্টিপাথরে ভেসে ওঠে নি -
কোনো জ্ঞাপন, আসলে সবাই 
বানিয়ে রাখে এক অদৃশ্য 
পরিমণ্ডল, বাহিরে 
আসে কখনো 
সখনো,
মুখে জড়িয়ে আকর্ষক ছদ্ম মুখোশ,
করে যায় আবেগের খেলা, ওই 
জীবন্ত অভিনয়ের 
ভূমিকায়  
খুঁজে 
পাই নি তোমার তথাকথিত খাঁটি 
চেহারা, তাই ভালবাসা চির -
দিনই রইলো ভাষা হারা,
কোনো দিন মুখর 
হয় ওঠে 
নি -

* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
art by stan miller

সোমবার, ১৭ মার্চ, ২০১৪

অনি:শেষ অঙ্কনের রূপে - -

কিছু স্বরলিপি যথারীতি বুকে বেঁধে 
রাখে নীরব সঙ্গীত, নির্বাক 
সুরে গেয়ে থাকে মৌন 
প্রণয়ের গান !
কিছু রঙ 
অনন্তকালীন লেগে রয় অন্তর্তমের 
পৃষ্ঠতলে গহন ভাবে, কালের 
পরিবর্তনেও তার রূপ 
থাকে যথারীতি 
গভীরতম,
মৌসুম আসে যায় স্বাভাবিক ভাবে,
ফুল ফুটে, গন্ধ বহে, আনন্দ 
ছড়ায় চার দিকে, 
আবার পাতা 
ঝরার 
বেলায় একের পর এক যায়  ঝরে, 
ওই প্রকৃত সত্যের আছে এক 
নিজস্ব আকর্ষণ, কিছু 
প্রণয়ের অনুবন্ধ 
চিরকালই 
থাকে 
অলঙ্ঘনীয়, পলকা হৃদয়ের উপরে 
রয়ে যায় অনি:শেষ অঙ্কনের 
রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
yellow rose

রবিবার, ১৬ মার্চ, ২০১৪

অন্তরতমের পৃথিবী - -

সে এক অদৃশ্য রঙে, গেছে রাঙিয়ে 
অন্তরতমের পৃথিবী, তার 
টেকসইতা বাঁধা 
যায় না 
কালের দৃষ্টিকোণে, ওই প্রণয়ের - 
প্রবাহে গেছে ভেসে, সমস্ত 
কিছু, এখন জীবন 
এক উড়ন্ত 
ঘুড়ি, 
ঘাতক সুতো রয়েছে তার হাতে !
ওই নিঃশ্বাসের অক্ষ বিন্দুর 
মাঝে, কোথায় যেন 
আটকিয়ে আছে 
প্রাণের 
গ্রাফ সাংঘাতিক ভাবে, অহর্নিশ -
অনিশ্চয়তা সঙ্গে, হৃদয় 
দুলে রয় মুক্ত 
আকাশে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Mikki Senkarik 1

শনিবার, ১৫ মার্চ, ২০১৪

ক্ষণস্থায়ী কুহক - -

মসৃণ পাতার বুকে জমানো, জল  
বিন্দুর আয়ু ছিল খুবই অল্প, 
সূর্যের প্রথম কিরণের 
সাথে গেছে  
সহজে 
হারিয়ে, সে তার ভালবাসা ছিল 
কিংবা অবুঝ, ছায়াবৃত
প্রহেলিকা, তফাৎ
বুঝতে গিয়ে 
দেখি সব 
কিছু যেন রঙীন বুদবুদ, দেখতে 
না দেখতে অদৃশ্য, মায়াবী 
হাসির মাঝে ছিল 
মুক্তোর 
ইন্দ্রধনু কি হৃদয়ের প্রতিফলন -
ছোঁয়ার অভিলাষ ঘনিয়ে 
ওঠার আগে, ক্রমশঃ 
তার কুহক 
গেছে 
হারিয়ে অজানা দিগন্তের পথে - -

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
dew droplets

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

ত্রিকালের ইতিহাস - -

এ কেমন ধোঁয়াটে আভাস ঘিরে 
চলেছে বাহির অন্তরে, এ 
কেমন ভালবাসা 
ভাঙে গড়ে 
বুকের 
অভ্যন্তরে, বারংবার ভাবনার - -
যাজকপল্লী, দেহের সমস্ত 
পাত্র যখন রিক্ত,
ছড়ানো 
এলোমেলো চার দিকে, এ কেমন 
অমৃত পেয়ালা, অকস্মাৎ
ছুঁইয়ে ঠোঁটে, ধরে 
রাখতে চায় 
উড়ন্ত 
প্রাণের পাখি নিজের দখলে, এ -
কেমন অদৃশ্য রেশমের দড়ি 
বেঁধে চলেছে হৃদয়ের 
কোমল স্পন্দন, 
এ কেমন 
মায়াবিনী কুহেলি, ঘিরে চলেছে 
ত্রিকালের ইতিহাস, শুন্যে 
পুনরায় ভেসে উঠতে 
চায় নতুন 
সৃষ্টি !

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
beeauty of dark

সীমাবদ্ধতা - -

চোখের পরিধি চিরদিনই সীমাবদ্ধ,
অগাধ হৃদয়ের সত্যতা খুঁজে 
পায় না কোনো দিন, 
ফিরে আসে 
কিছু 
দূর দৌড়িয়ে নিজের বৃত্তে, যথারীতি 
নিয়ে বুকে মরু মরীচিকার 
তৃষ্ণা, ভাসন্ত রঙের 
খেলা ছিল তার 
অনুরক্তি,
কাছে পৌঁছবার পরে দেখি সব রং -
মিলে মিশে একাকার হয়েছে 
ধুসর, ওই অদ্ভুত 
মিশ্রিত রঙে 
ছিল 
লুকিয়ে কোথায় যেন এক অদৃশ্য -
ভাঙা কাঁটার ব্যথা, জীবন 
তখন আঙুলের ডগা,
খুঁজে বেড়ায় 
অদৃশ্য 
সান্ত্বনার সুই, ঘাত - প্রতিঘাতের -
অন্তহীন পুনরাবৃত্তি, জীবন 
করে যায় বুকে বহন 
অনবরত স্বপ্নের 
পৃথিবী,
সেটা অন্য ব্যাপার, কত স্বপ্নগুলো 
থাকে আস্ত সকাল পর্যন্ত !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Silvia Vassileva

বুধবার, ১২ মার্চ, ২০১৪

পরিপূর্ণ সমর্পণ - -

সোনালী আলো যখন হলো ঘোলাটে,
ভালবাসা তখন সূর্য্যমুখী, নিম্ন 
সুরে করে গেছে অন্ধকার 
বরণ ! ওই আবছা 
আলোয় 
দেখেছি তার বিচিত্র ভাবে সঙ্কুচন -
বুকের অনেকটা ভিতরে, 
জড়িয়ে যেতে চায় 
সুক্ষ্ম শিরায় 
শিরায়, 
অমরলতা হয়ে, তার  সাঙ্ঘাতিক 
অভিলাষে লুকিয়ে রয়, এক 
অদ্ভুত অগ্নিশিখা, করে 
যায় নিমিষে সব 
কিছু স্বাহা,
ওই - -
শাশ্বত দহনে জীবন চায় পরিপূর্ণ 
সমর্পণ, সমস্ত পরিভাষার 
বাইরে তখন দেহের 
চেতনা !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
desert beauty

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

গভীর চাহনির আঘাতে - -

কোন গভীর চাহনির আঘাতে 
অন্তরতমের নীরবতা 
গেছে ভেঙে, 
কোন 
অদৃশ্য তীরে, জীবন অথই - -
ভাবে আহত, কার 
চোখের তটে 
অস্তিত্ব 
খুঁজে, নিজের বিলুপ্ত অনুধ্যায় -
সে কোন কুহেলী ভরা 
পথের কস্তুরী 
সুগন্ধ !
জীবন ধেয়ে যায় বিক্ষিপ্ত রূপে,
ভুলিয়ে সমস্ত মায়ার 
সংসার, সে 
কোন 
জোছনায় ভেজা অরণ্য ফুল -
কেড়ে নিতে চায় ভীষণ
ভাবে সমস্ত 
চেতনা,
নিরুপায় হৃদয় ধিক ধিক জ্বলে 
দিবা নিশি, মৌন ব্যথা 
সাজিয়ে বুকে - - 

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by  Connie Chadwell

সোমবার, ১০ মার্চ, ২০১৪

সজল মুহুর্তে - -

নিশীথে ঝরেছে শিশির বিন্দু কী অশ্রু জল,
ভাবনার পাপড়ি এখনো তপ্ত ভেজা, 
ডুবন্ত চাঁদের আলোয় দেখেছি, 
সে যেন ছুঁয়ে যেতে 
চায় অন্তর -
বেদনা,
জানি না এ কেমন অভিলাষ, ঘায়ের সাথে 
দিয়ে যেতে যায় হাসির প্রলেপ, কাছে 
থেকেও বুঝিয়ে দিতে চায় এক 
দশকের দুরত্ব, তার ওই 
নয়নের কাহিনী 
বোঝা খুবই 
মুশকিল, 
শিরোনামহীন থাকার সত্তেও সে লিখে যায় 
আমার বুকে প্রণয়ের রহস্য ! তার 
নিঃশ্বাসের পরশে আছে নিশি -
পুষ্পের ছোঁয়া, তবুও 
সে স্বীকার 
করতে 
রাজি নয় বাস্তবিকতা, শুধুই বলে সে নাকি 
এখনো অবিকশিত ভালবাসা, হৃদয়ের 
সজল প্রান্তরে, এখনো নাকি 
মধুমাস আসে নি, 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Terese-Rogers_Dogwood

রবিবার, ৯ মার্চ, ২০১৪

উন্মাদিত আলোড়ন - -

গাঢ় অন্ধকারে লিলাকের কুঞ্জে, যখন
জোনাকিদের আলো লিখে যায়
অবুঝ কবিতার আবেগী
স্তবক, তোমার
স্পর্শে জাগে
সুপ্ত
হৃদয়ের স্পন্দন, জীবন তখন মনে -
হয় অতি সুন্দর, চন্দ্র বিহীন
রাত্রি, সহসা বেগুনি
আলোয় হয়ে
উঠে
ঝলমল, অদৃশ্য দেহের পরিচিত গন্ধে
ভরে উঠে আশপাশের শুন্যতা,
এক বিচিত্র অনুভূতির
সঞ্চার তখন
বুকের
গভীরে, ছুঁয়ে যায় নিরাকার রূপে - -
তোমার প্রণয়ের উন্মাদিত
আলোড়ন, দেহ হতে
অন্তরতমের
ভিতরে,

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/
lilac beauty

শনিবার, ৮ মার্চ, ২০১৪

মৌন কবিতা - -

কিছু স্বপ্ন অলঙ্ঘনীয়, ভাঙে না, 
অটুট ভাবে অনুধাবন করে 
যায় সারাটা জীবন,
ওই অনির্দিষ্ট
মৃগয়ার 
আছে নিজস্ব এক অদ্ভুত কুহক,
ছায়ার মত জড়িয়ে রয় 
জীবনে, কিছু হাসি
চিরহরিৎ !
ভরে
যায় নিঃশব্দে, উন্মুক্ত ব্যথার - 
গহ্বর, কিছু চোখের আলো,
চির উদ্ভাসিত করে 
যায় প্রকাশিত 
হৃদয়ের 
আঁধার, কিছু অপরিচিত মুখের 
মৌন কবিতা, বেঁধে রাখতে
চায় অনন্তহীন ভাবে 
নিজের অন্তরে,
 অথচ ওই  
অধর -
তীরে ভেসে রয় চির নীরবতা,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by Claire Beadon Carnell

শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

মধুঋতুর পুনরাগমন - -

অভিযোগের বিকল্প থাকে না যখন 
হাতে, তখন জীবন তুলে রাখে 
সমস্ত ভাঙা মুহুর্তগুলি 
একের পর এক,
ঠিক কোন 
এক 
প্রিয় পরিধানের মত, বুলিয়ে যায় -
এলোমেলো ভাঁজের উপরে 
নিজের কম্পিত হাত, 
গায়ে জড়িয়ে 
দেখে 
আয়না, চায় মৌন মন্তব্য, ভালো বা 
মন্দ ! আবার অনেক সময় 
জীবন ভুলে যেতে 
চায় নিজের 
বিম্ব,
স্মৃতিগুলো যেন অলিন্দের একাকী -
ভোরের পাখি, গেয়ে যায় 
নিজের সুরে ব্যথা -
ভরা গান, 
ওই 
অবুঝ শিসে, জীবন খুঁজে বিস্মৃত -
প্রতিধ্বনির ঠিকানা, কিছু 
পরিচিত হাতের কড়া 
নাড়ানোর শব্দে, 
মন চায় 
খুলে দিতে, সমস্ত প্রাচীন বন্ধ দ্বার !
জানালা খুলে দেখতে চায় 
মধুঋতুর পুনরাগমন,
সুরভিত এক 
নিঃশ্বাসে 
ভরে 
রাখতে চায় হৃদয়ের মরু প্রান্তর - - 

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
artist nancy medina

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

অগ্নিপথের প্রস্তুতি - -

ছড়িয়ে আছে আবেগের জল বিন্দু 
জীবনের সম্মুখীন, ভেসে 
উঠছে আবেশের 
গন্ধ, নিশি -
পুষ্প 
হতে সারাটা অঙ্গে, এমন বিমুগ্ধ -
ক্ষণে, নিশ্চলভাবে বসে 
থাকা অর্থহীন,
ভাবনার 
জল -
তরঙে, প্রণয়ী স্বরলিপি চায় কিছু 
নতুন আবিষ্কার, কিছু 
অদেখা স্বপ্নের 
বয়ন, 
জীবনের রোদ ছায়ার ওই চিরন্তন 
খেলার বাইরে ও আছে 
অন্য এক জগৎ !
চোখের 
ওই 
নিরালা পথে আমি আজ ও চেয়ে 
রয়েছি, তোমার নীরব 
স্বীকৃতি, শাশ্বত 
দহনের ওই 
অটুট 
প্রতিশ্রুতি, নগ্ন পায়ে অগ্নিপথের -
প্রস্তুতি - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Qiang Huang ...

বুধবার, ৫ মার্চ, ২০১৪

মিলন বিন্দু - -

উজ্জ্বল রাতের ওই হাসনুহানার গন্ধে 
ভেজা মুহুর্তগুলো পুনরায় চায় 
জীবন্ত হতে, তোমার ওই 
মুক্তো ঝরানো 
হাসির 
মাঝে ছিল একদিন জীবন থেকে দীর্ঘ 
খুশি, আমার উন্মুক্ত বুকে ছিল 
সেদিন ঝিনুকের সাত 
রঙের প্রতিফলন,
তোমার 
গভীর চোখে দেখে ছিলাম সেই মুহুর্তে 
জম্ন জন্মান্তরের প্রতিশ্রুতি, 
তুমিও খুঁজে পেয়ে 
ছিলে আমার 
হৃদয়ে 
চিরস্থায়ী আশ্রয়স্থল, নীরব সংলাপে -
জীবন বেঁধে ছিল স্বপ্নের বাসা,
অরণ্য ফুলের উপত্যকায়
কোথায় যেন 
তখন 
আমরা গেছি হারিয়ে, শুধু এক মধুর 
গন্ধে ভরা রইলো পরিবেষ্টন, 
সে দিন হতে আজ 
পর্যন্ত, কেউ 
খুঁজে 
পাই নি, দেহ ও প্রাণের ওই নিখোঁজ -
মিলন বিন্দু !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
jim' s watercolor creation

সোমবার, ৩ মার্চ, ২০১৪

মনোভাবের বিজ্ঞান - -

ওই নীরবতার আড়ালে ছিল চাপানো 
কোলাহল, যেন এই মুহুর্তে বহে 
গেছে কালবৈশাখীর ঝড়,
ছুঁয়ে সাগর সৈকত, 
তার চোখের 
তীরে 
ভেসে উঠতে চায় ঝিনুকের উজ্জ্বলতা,
প্রায়ই দেখি, সে হেসে চলেছে 
বুকে লুকিয়ে অবিরাম 
অদৃশ্য দহন, 
অনেক 
কিছুই জীবনে অনিচ্ছায় করে যেতে -
হয়, তার অভিলাষের ফর্দে !
আমার নাম ছিল কী 
না, জানার 
ইচ্ছে 
যথারীতি রইলো, যদিও মৌন ভাষায় 
সে বুঝিয়ে গেছে বহুবার, ওই 
মনোভাবের বিজ্ঞান 
ছিল খুবই কঠিন,
যতই 
গেছি কাছে ততই গহন অন্ধকারে - - 
ঘনিয়ে উঠেছে জীবনের পথ !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
pink-and-orange-wild-flower-bruce-nutting

চিরকাল তুমি নিরুদ্দেশ - -

সারা রাত ঝরেছে শিশির কণা -
সারা রাত ছিল অদ্ভুত 
এক নিস্তব্ধতা, 
বুকের 
অদৃশ্য কোটরে বাষ্পিত মেঘ - -
তখন উচ্ছৃঙ্খল, সারাটা 
সময় খুঁজেছে 
একফালি
মরুভূমি, হৃদয়ে রইলো নিরুদ্ধ 
মধুর এক সজলতা, ওই 
নিশীথের একাকী 
পাখি সম, 
জীবনের ছিল একান্ত সন্ধান - - 
পৃথিবী হতে আকাশের 
পথে,সাগর হতে 
মেঘের 
দেশে, কখনো জোছনা ভরা ওই 
মায়াবী জগতে, কখনো 
নির্জন মঠবাসী 
সন্ন্যাসীর 
বেশে !
জীবন চেয়েছে তোমায় সম্পূর্ণ
ভাবে ভালবাসতে, অন্তরে 
লুকিয়ে রাখতে, কিন্তু 
তুমি যথারীতি 
রইলে 
অধরা, কোনো দিনই চাও নি -
ধরা দিতে, চিরকাল তুমি 
নিরুদ্দেশ, চিরদিন 
আমি কুয়াশার 
যাত্রী - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by francine dufour jones

রবিবার, ২ মার্চ, ২০১৪

স্বাগতমের পথে - -

মধুমাসের ছিল নিজস্ব কিছু বাধ্য
বাধকতা, তাই ফিরে গেছে
উড়ন্ত পাতার পথে,
সে জন্য মন
খারাপ
করার কারণ কিছুই নেই, অনেক
কিছুই জীবনে যায় হারিয়ে,
অনেক কিছু খুঁজেও
পায় জীবন,
তোমার
চোখের অক্ষিপটে আবার ভেসে -
উঠতে চায় কিছু  অভিনব
স্বপ্নের মর্নিং গ্লোরি,
তোমার বুকে
এখনো
থেমে আছে কিছু প্রণয়ী বেলোর্মি,
অনেক অপ্রকাশিত কবিতা
এখনো লুকিয়ে আছে
তোমার হৃদয়ে,
তাই খুলে
এস, সমস্ত বিষন্নতার বন্ধ কপাট,
জীবনের সৌন্দর্য্য অফুরন্ত,
শুধু চাই আন্তরিকতা,
নিজের প্রতি
অটুট
আস্থা, মৌন আয়না চিরদিনই - -
আছে স্বাগতমের পথে
 প্রাণ খুলে
একাকার !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ১ মার্চ, ২০১৪

জলপূর্ণ চোখের বাহিরে - -

জলপূর্ণ চোখের বাহিরেও আছে
মঞ্জরিত ভাবনার পৃথিবী,
অতীতের আয়না
যতই হোক
দামী,
যদি যায় ভেঙে কোনো কারণে,
ফিরে চাওয়া অর্থহীন, ওই
মোড়ে যেখানে বসন্ত
বেলা গেছে মুখ
ফিরিয়ে,
সেই বাঁকে জীবন খুঁজে পেয়েছে -
কৃষ্ণচুড়ার গোপন বীথিকা,
অশ্রুভরা চোখে
পুনশ্চ
অভিনব স্বপ্নের আনাগোনা, এই
জীবন যাত্রা নিরন্তর অগ্রসর,
মরুভূমি হতে বৃষ্টিবন,
কান্না করাটা ছিল
খুবই সহজ,
ভেজা
চোখ নিয়ে হাসির অভিযান - - -
জীবনে আনে নতুন
আহ্বান, প্রাপ্তি ও
হারানোর
মাঝে
ছিল মুহুর্তের তফাৎ,যার যেমন
ছিল আঁচলের সীমানা, সে
পেল তত উপহার,
কাঁটা কী ফুল
শুধুই
নিয়তির বিচার, আঁধারের পরে
আলো ছিল প্রতীক্ষিত
অনেক ক্ষণ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
Judith Stein Watercolors