রবিবার, ১৩ নভেম্বর, ২০১১


মনের পিঞ্জরে 

অন্তঃকরণের মধ্যবর্তী অঞ্চলে জেগে রয় 
অহর্নিশ বিবেকের পাখি একাকী,
খোলা পিঞ্জর তবু ও উড়ে 
যেতে চায় না, সে যেন 
আয়ত্ত বেশি, 
জড়িয়ে 
বুকের পাঁজর শুধায় ভালবাসা, মায়ার 
বাঁধনে জড়ানো আবেশ, বাসী -
ফুলের গন্ধে ও বেঁচে থাকে 
জীবন, তার দুটি 
নিরীহ চোখে
ভরে 
আনে ঝির ঝির বর্ষার আত্মীয়তা, চেয়ে 
রয় ভরসার তপ্ত ভূমি আকাশ পানে,
আমি চেয়ে ও করতে পারি নি 
বিশ্বাসঘাতকতা, মেনে 
নিয়েছি তার সর্ব 
শর্ত, ঢেলে 
গেছি 
জীবনের মধু, লুকিয়ে সমস্ত তিক্ততা,
তার প্রেমের প্রদীপ ভরিয়ে যায় 
আমার মনের জোছনা, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/