এখানে রোদের অপেক্ষায় দিন যায় গড়িয়ে,
সকাল ও সন্ধ্যার সামঞ্জস্যে চিরকাল
প্রতিজ্ঞাবদ্ধ এই জীবন, তবু
ও আশার নদী, নিরন্তর
উজানমুখী,
তোমার প্রতিশ্রুতি সত্যি কি মিথ্যে, সেটা
তুমিই নির্ভুল যান, এখানে সাঁঝের
আবছা আলোয়, মন চায়
তোমার জ্ঞাতসারে,
ভুলে কাছে
আসা, এই ঘিঞ্জি স্বপ্নের নিজস্ব আছে, এক
অদ্ভুত মোহিনী মায়া, লেবু গন্ধে
মাখা পুকুর পারের ছায়া,
দেখি তুমি আসছো
ভিড়ের মাঝে
একাকী
ক্লান্ত, ব্যথিত কিন্তু অপরাজিতা, সেই - -
আগমনের খবর, দিয়ে যায়
অপ্রত্যাশিত ভাবে,
পাশের বাড়ির
হাসিমুখ
শিশু, হৃদয় জানে তুমি ভুলবে না কোনোই
ভাবে, চির পরিচিত আমার ওই
উপান্তের ভাঙা জীর্ণ শীর্ণ
একমাত্র ঠিকানা -
* *
- শান্তনু সান্যাল
Amy Hautman Paintings
http://sanyalsplanet.blogspot.com/