জানি না কোথায় হতে ভেসে আসে শরৎ রাতে,
শিউলি গন্ধে মাখা কোমল অনুভূতি, স্নিগ্ধ
সমীরণে রেখে যায় কাঁচা প্রণয়ের
প্রথম প্রতিশ্রুতি, ঝরে যায়
কার চোখের আলো
হৃদয়ের কাচিক
প্রান্তরে !
ভেজা ভাবনার পতঙ্গ খুঁজে বেড়ায়, নীলাভ -
হরিত আলোর স্রোত, দূরবর্তী অঞ্চলে
ধেয়ে চলেছে মন, ধরতে স্মৃতির
চঞ্চল জোনাকি, অস্থির
জীবনের ক একটা
স্থির মধুর
মুহূর্ত !
প্রজাপতির রঙ্গীন ডানায় লেখা প্রকৃত লিপির
অবুঝ প্রেমপত্র - -