সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

অস্বভাবিক কিছুই নয় - -


অস্বভাবিক এতে কিছুই নয়, ভুলে যাওয়া 
সামান্য ব্যাপার, সবাই যায় ভুলে,
জানি তুমিও যাবে ভুলে, 
ওই পথের বাঁকে, 
যেখানে 
কোন এক সাঁঝে, অঙ্গীকারের আগুন ছিল 
জীবন্ত, হয় ত জীবাশ্ম রূপে হবে 
পরিবর্তিত, সব কিছু যায় 
বদলিয়ে, রূপান্তরণ 
জীবনের 
বাস্তবিকতা, সময় বড়ই বলশালী, গভীর 
থেকে গভীরতম, রিক্ত গহ্বর যায় 
ক্রমশঃ ভরে, সম্ভবতঃ তুমি 
ও জেনে যাবে এক দিন 
রিক্ত স্থানের 
পূরণ !
কোন এক রাতের পরিচিত সুবাসে, কিছু 
মৌন বিনিময়ের মাঝে জীবন 
খুঁজে ছিল অনন্ত প্রণয়ের 
সুধা বিন্দু কি 
মকরন্দ,
হয় ত, কালান্তরে সে সব বিমুগ্ধকারী -
মুহূর্তগুলির হবে চির শান্ত 
অবসান - - 
* * 
- শান্তনু সান্যাল 
 art by Barry R. Jeter

http://sanyalsplanet.blogspot.com/