বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২


মায়া ভরা চোখ 

চুনিরঙ্গী  আকাশ, সূর্য্য ঝুলিয়ে গেছে যেতে যেতে 
কিছু মেঘের আলখিল্লা, বয়ে যায় বাউলিয়া 
বাতাস, শহরতলীর  ট্রেন ঝাঁকিয়ে 
গেছে  পুকুর পারের কলমির 
গন্ধ, মন  বসে আছে 
একাকী যেন 
পথহারা 
যাত্রী, 
সুদুর  দিগন্তে যেখানে মিলে যায় রেলের দুই 
সমান্তরাল  ট্র্যাক, জীবন করে সন্ধান 
হারানো  সুরের স্বরলিপি, কিছু 
স্বপ্নের মন্ত্র, জীবনের 
অজ্ঞাত সুখ, 
তোমার 
ফিরে চাওয়ার সেই মায়াভরা দুই জীবন্ত চোখ.

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



প্রাঞ্জল আলোর মোহে 

রাতের বয়ঃসন্ধিকাল যত  পলকা অতই অধীর,
মন্থরভাবে জোছনার  জোয়ার  নির্জিত করে
চলেছে  মায়াবী আঁধার, সেই আলো 
ছায়ার খেলায় অভিনব সৃজন, 
নিঃশ্বাসের  বিনিময়, দেহ 
ও প্রাণের আদান 
প্রদান, সুপ্ত  
বীজাণুর গায়ে গুটিয়ে চলেছে কচি পাতা, দ্বি -
প্ররোহের  উত্পত্তি, যুগল নয়নে স্বপ্নের 
বসুধা, খুলে দিতে চায়  সৃষ্টির 
পুষ্পাচ্ছাদিত  বীথিকা,
সেই বিরল 
মুহুর্তে
জীবনের সঞ্চার, প্রাণবায়ুর প্রসার, যুক্ত 
অধর হতে বহুবর্ণী মুক্তার  আবিষ্কার, 
প্রাঞ্জল  আলোয় অমর প্রণয়ের 
পূর্ণপরিণতি, নৈসর্গিক 
মিলনের সেই 
স্রোতে 
ভেসে যায় সম্পূর্ণ  ব্রহ্মাণ্ড, ত্রিলোকের  অজ্ঞাত 
রহস্য ও রোমাঞ্চ - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 Leah Piepgras  gallery  - Soul mates