মায়া ভরা চোখ
কিছু মেঘের আলখিল্লা, বয়ে যায় বাউলিয়া
বাতাস, শহরতলীর ট্রেন ঝাঁকিয়ে
গেছে পুকুর পারের কলমির
গন্ধ, মন বসে আছে
একাকী যেন
পথহারা
যাত্রী,
সুদুর দিগন্তে যেখানে মিলে যায় রেলের দুই
সমান্তরাল ট্র্যাক, জীবন করে সন্ধান
হারানো সুরের স্বরলিপি, কিছু
স্বপ্নের মন্ত্র, জীবনের
অজ্ঞাত সুখ,
তোমার
ফিরে চাওয়ার সেই মায়াভরা দুই জীবন্ত চোখ.