গেছ আবার ছুঁয়ে দেহের অতি সূক্ষ্ম অবগতি,
ওই মিহি অনুভূতির মাঝে, ছিল স্বপ্নের
কিছু অঙ্কুরণ, দমকা বাতাসের
দক্ষিণমুখী জানালা !
এখন শুধুই
শুন্যতা ঘেরা জীবন, আর রহস্যভরা আকাশ,
যাবার ক্ষণে রেখে গেছ অজ্ঞাতসারে,
কিছু চোখের আলো, কিছু
নিঃশ্বাসের সুরভিত
উষ্মা, অধর
কোণের
লাজুক কম্পন, মৃগতৃষ্ণায় বিচরণ, অদৃশ্য - -
দহনের পূর্ণ সরঞ্জাম, দীর্ঘ রাতের
একা যাত্রা, জোছনার এক
মিষ্টি ফোড়ন - -
* *
- শান্তনু সান্যাল
mystic moon - -