বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

গেছ আবার ছুঁয়ে - -

গেছ আবার ছুঁয়ে দেহের অতি সূক্ষ্ম অবগতি, 
ওই মিহি অনুভূতির মাঝে, ছিল স্বপ্নের 
কিছু অঙ্কুরণ, দমকা বাতাসের 
দক্ষিণমুখী জানালা !
এখন শুধুই 
শুন্যতা ঘেরা জীবন, আর রহস্যভরা আকাশ,
যাবার ক্ষণে রেখে গেছ অজ্ঞাতসারে,
কিছু চোখের আলো, কিছু 
নিঃশ্বাসের সুরভিত 
উষ্মা, অধর 
কোণের 
লাজুক কম্পন, মৃগতৃষ্ণায় বিচরণ, অদৃশ্য - - 
দহনের পূর্ণ সরঞ্জাম, দীর্ঘ রাতের 
একা যাত্রা, জোছনার এক 
মিষ্টি ফোড়ন - -
* * 
- শান্তনু সান্যাল 
mystic moon - -

চিনতে পারবে কি - -

তুমি কি আজ ও অপেক্ষা করে আছো কোনো 
এক ভেজা সন্ধ্যার স্মৃতি নিয়ে বুকে,
এখনো কি পড়ে ওই বিশাল 
শিরীষ গাছের ছায়া 
অনাম দিঘির 
গায়ে !
তুমি কি এখনো দাঁড়িয়ে থাক অলিন্দ সীমানা 
ছুঁয়ে, বিস্মিত চোখে দেখে যাও জন -
অরণ্যের ফাঁকে ওই ফুলের 
দোকানের কাছে, 
কিন্তু আমি 
উধাও !
তুমি কি আজ ও লুকিয়ে হেঁটে যাও ওই সরু 
গলির মোড় হতে, ঠিক হরতকি -
বাগান হয়ে স্কটিশ চার্চের 
পিছনে, কোন গলি 
যেন, কিন্তু 
আর 
ভয়ের কিছুই নাই, আরশি শুধিয়ে দিয়েছে 
ভালই ভাবে, এখন আমাদের ওই 
পরিচিত চেহারাগুলো 
নিজেই গেছে 
বদলিয়ে, 
তুমি কি এখনো চাও না, হঠাৎ রাস্তা ঘাট -
হয় উঠুক জন শুন্য, অকস্মাৎ সব 
কিছু যেন স্থির, দূর দূর শুধুই 
অশেষ নীরবতা, আর 
আমি আসছি 
ধোঁয়াটে 
সন্ধ্যায়, বুকে জড়িয়ে তোমার ওই পুরাতন 
ধুসর রঙ্গী অপূর্ণ প্রতিশ্রুতি - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
ART BY ANANT MANDAL - KOLKATA - INDIA

বিলুপ্ত ভালবাসা - -

যখন গেছে পুড়ে বিস্তীর্ণ অরণ্য হতে মানব বসতি,
কোথায় খুঁজবে বল আপন পরের পরিচয়,
কার হাতে ছিল জ্বলন্ত মশাল, কে 
দিল বিষাক্ত ভাববাণী, বলা
মুশকিল, সবাই তখন 
ছদ্মবেশী -
মুখোশ - পরিহিত, গেছে ধরিয়ে আগুনের বন্যা, -
বিধ্বস্ত দেউলের প্রাঙ্গনে ভালবাসা তখন 
উলঙ্গ, খুঁজে বেড়ায় পাতার আবরণ, 
ওই বাল্য বন্ধু তখন দেখে 
আর হাসে আমার 
ক্ষত স্থান !
চির পরিচিত মাঝি তখন নদী পার করার ছলে 
ডুবিয়ে গেছে মাঝধারে, তারা খুঁজে 
তাদের উত্স, তাদের বিজয় -
গাথা, আমি আজ ও 
ধরে আছি 
বুকের মাঝে পুরাতন মৃত বিলুপ্ত তার একমাত্র 
ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
ART OF SANATAN DINDA - India