মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

ধূসর প্রান্ত - -

তুমি যতই ধরে রাখো নিজের
হৃদয় পিঞ্জরে, আমি ঠিক
জোনাকির মত উড়ে
যাবো আঙুলের
ফাঁক হতে,
মধুর
স্মৃতিগুলো যেন সজল - অঞ্জলী, অদৃশ্য ভেসে
যাবে চোখের তীরে,
তুমি নিজের
প্রতিবিম্বে
হয়ত
খুঁজবে আমার ঠিকানা আমি
তখন আয়নার বোবা ভাষা,
চেয়ে থাকবো তোমায়
তৃষ্ণার্ত মরু বুক -
নিয়ে, আমার
দিন -
পঞ্জিকা ছিল চিরদিন, মধ্য
হৃদের শুকনো গাছ,
আকাশমুখী এক
অনন্ত উচ্ছ্বাস,
নিয়তির
আগে
ছিলাম নিরুপায়, তাই জীবন
রইলো ধূসর প্রান্ত।
* *
- - শান্তনু সান্যাল