রবিবার, ২১ মে, ২০২৩

সজল কবিতা - -

আলো - আঁধারের মাঝখানে ঝুলে রয়
নিয়তির এক সরু সীমারেখা,
অনেকটাই অদৃশ্য।ঠিক
মধ্যরাতের কিছু
ক্ষণ আগে
যখন
শিশির ঝরার শব্দ, হয়ে ওঠে মুখরিত,
আর নিশি পুষ্পের গন্ধে ভরে যায়
অন্তর্তমের গভীরতা, তখন
তোমার প্রেম করে
যেতে চায়
সমস্ত
ব্যতিক্রম পার।ওই সন্ধিক্ষণে জীবন -
হয় ওঠে যেন এক অলৌকিক
অনুভূতির আকাশগঙ্গা,
বহে যায় অন্তহীন
আলোর পথে,
আকাশ
অকস্মাৎ গুটিয়ে চলেছে নিজেকে নিজের
মাঝে।ওই বিরল মুহূর্তে, নারী ও
পুরুষের সংজ্ঞা মনে হয়
খুবই অর্থহীন, সে
এক গভীর
অন্তর -
মিলনের প্রহর, লিখে যায় ফুলের গায়ে - -
বিন্দু বিন্দু সজল কবিতা।

* *
- শান্তনু সান্যাল