শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

বিস্তীর্ণ নীরবতা - -

বিষন্ন রাত্রি চেয়ে রইলো চন্দ্রহীন 
আকাশ, সম্ভব কোথায় সব 
সময় দীর্ঘকালীন 
জোছনার
ভেসে 
থাকা, সৃষ্টির নিজস্ব নিয়ম আছে,
সব কিছু, কি ঘটে মনের 
অনুযায়ী, বেঁধে 
রাখার 
চেষ্টায় উড়ে যায় বারে বারে ওই 
বাউণ্ডুলে, সুখ নামের পাখি !
বুকের খাঁচা চিরদিনই 
শুন্য, তবুও বয়ে 
যায় ব্যথা 
ভার - 
অদৃশ্য ভাবে, সেটা দৃষ্টি ভ্রম ছিল 
অথবা অতিরিক্ত পাওয়ার 
অভিলাষ, সারা রাত 
হেঁটে, ক্লান্ত দেহে 
যখন -
পৌঁছোলাম, ওই সুদুরস্থ ঝিলের -
তীরে দেখি, সে গেছে 
শুকিয়ে বহু দিন 
আগে, 
কেবল লবণাক্ত পৃষ্ঠতলে আছে -
কিছু স্মৃতির সজল পদচিহ্ন,
প্রতিধ্বনিত অতীতের 
কিছু তরঙ্গের 
শব্দ - - 
আর চারদিকে বিস্তীর্ণ নীরবতা,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
poetic bloom

মাঝখানের অন্তরাল - -

সুখ ও দুঃখের পরিভাষা নিজের 
দৃষ্টিকোণে কিছুই হতে পারে,
চোখে ভরা অশ্রু, আর 
মুখ ভরা হাসির 
মাঝখানে 
ছিল 
অন্তরাল বিস্তীর্ণ, জীবনের ওই -
মানিয়ে নেওয়ার প্রক্রিয়া
থামে কোথায়, সতত 
এক চুক্তি হতে 
অন্যে 
দিকে এগোনো, না তোমার প্রেমে 
আছে ওই অনন্তকালীন 
গন্ধ, না আমার 
বুকে আছে 
বাকি 
সততার পরশ, যেন এক অদৃশ্য 
নাটকের ভূমিকায় আমরা 
সবাই, করে চলেছি 
অভিনয়,
নিয়তির ওই পরিচালনায় কেউ 
হস্তক্ষেপ করতে পারে না, 
লিপিবদ্ধ চরিত্রের 
বাহিরে 
আসা সম্ভব কোথায়, অনুপায় -
তুমিও, নিরুপায় আমিও
কম নই, কেবল 
মৌন ভাবে 
এক 
স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতার 
প্রশ্ন কোথায় ওঠে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by nancy medona