বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

আশ্চর্য্য বৈকি - -

কোথায় সেই অদ্ভুত উপগ্রহ, না আকাশগঙ্গার 
ওই গোপন তীরভূমি, যেখানে ঝরে 
অনন্ত আলোকের ঝরনা,
কবিতার পৃষ্ঠার 
বাইরে 
বুকের খুব গভীরে দেখেছি তুমি জড়িয়ে আছ 
অসম্ভব ভাবে, সুদুরে সরে চলেছে সব 
কিছু অরণ্য হতে মহাসাগর,
কুঁড়ে ঘর হতে উচ্চ 
অট্টলিকা, 
হঠাৎ ব্যাপক হুলুস্থূল, সমস্ত কিছু যেন ধ্বসে 
চলেছে দগ্ধ পৃথিবীর গর্ভে, পাখিদের 
অসংখ্য ঝাঁক খুঁজে চলেছে 
অন্য অভয় আশ্রয়,
না সূর্যের 
কোনো হদিস, চাঁদ ও নিরুদ্দেশ, হিমনদের - 
সহসা মহাদ্রাবণ, চারদিকে প্লাবিত 
নিসর্গ, সমস্ত ভাববাণী তখন 
অর্থহীন,এমন সময় 
দেখি, তুমি 
এখনো রয়েছে স্পন্দনের তন্তু ধরে আমার -
নিঃশ্বাসের মুখোমুখি, আশ্চর্য্য বৈকি -
অন্তিমে মুহূর্তেও তুমি আছ 
আমার শিরায় শিরায়,
তাই আর 
আমি চাই না তথাকথিত ওই মোক্ষের প্রাপ্তি !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pia Erlandsson - Swedish Watercolor painter
http://4.bp.blogspot.com/-nlvwPEgrV3E/UaKWU4AMfzI/AAAAAAACrZE/ShJRZ8kT5zg/s1600/Pia+Erlandsson+-+Swedish+Watercolor+painter+-+Tutt'Art@+(41).JPG