ফাগুনের তপ্ত দুপুরে,সে কি আছে
আজ ও সেখানে, শ্রাবনের ধারায় শুনি
তার ভেসে যাওয়ার সুপ্ত বেদনা ,
বর্ষণের বিভিশিখায়ে কেঁপে উঠে
দুই কুলের মাটি,পাথর,জীবনের কিছু
পরিত্যক্ত নৌকা,ঘাটের সিঁড়ি
সারঙ্গের ডাকে আর হৃদয় কি সজল
হয় উঠে সাঁঝ নামার আগে, জানি না
সে কি এখনো চেয়ে থাকে ধ্রুব তারা
টেনে যায় আকাশী ধুসর আঁচল
দীর্ঘ নিঃশ্বাসে,দেউল চুড়ার সোনালী
আভা আস্তে আস্তে ধুমিলের পথে
হয় ত নিভে চলেছে সূর্যের আলো সুদূর
পাহাড়ের আদিম গুম্ফায়ে
রাত্রি বিকরাল রূপে কিছু ক্ষনেই চেঁপে
ধরবে গ্রীবা হইতে কটিবন্ধ
ওই কাহিনীর পাত্রগুলো একে একে
হাঁটবে, লাফাবে,ছিন্ন ভিন্ন করে যাবে
মনের উর্বর ভূমি,অনাবৃষ্টির রূপে,ফড়িং
দল হয় ত উড়ে যাবে শেষে
ভোর কোনদিনই চিনতে পারবে না
কঙ্কালনি সেই ভালবাসা !
-- শান্তনু সান্যাল