বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

নিঃশব্দ মুহূর্তে - -

আসলে শেষ বিন্দু বলে কিছু নেই, -
ওই দিগন্তের পারে আলোর
জোয়ার চিরস্থায়ী।
শুধু সকাল
আর
সাঁঝের মাঝে উড়ে যায় জীর্ণ পাতা,
ঝরে যায় চেহারার ফিনিক,
সরে যায় নাগালের
তটভূমি, স্রোত
শুধুই তখন
মৃগতৃষ্ণা !
নদীর
বুকে কারা যেন লিখে গেছে প্রেমের
ইতিকথা, মুখচোরা যেন জলের
ধারা, লুকিয়ে আছে নিজের
মাঝে নিজেই বেচারা।
ঊষর ভূমির স্বপ্ন,
 রাত্রি শেষে,
যথারীতি
পড়ে
থাকে ঢিবির গায়ে,আকাশের নিঃশব্দ
কান্নার অশ্রুজল জড়িয়ে থাকে
ফণীমনসার গায়ে।

* *
- শান্তনু সান্যাল