জীবনের প্রবাহ যথারীতি বহে যায় আলো -
আঁধার পেরিয়ে সুদুর অজানা প্রান্তরে,
ওই নির্ঝর পথের দুই কিনারায়
শৃঙ্খলাবদ্ধ রয়েছে অসংখ্য
সাজানো সারি সারি
শোরুম আর
মায়াবী
জগতের প্রতিফলন। কিছু পরিচিত চেহারার
মাঝে, আবার দেখি ভেসে উঠছে নানান
ভাবভঙ্গিমার মুখোশ ! জীবন খুঁজতে
চায় ওই ভিড়ে নিজের হারানো
অস্তিত্ব, ঠিক মরুমৃগ সম
চির পিপাসিত টিকে
থাকার অনুভূতি,
জীবনের
লুপ্ত ধারা যখন অন্তঃবিন্দুর খুব কাছে তখন
দেখি তুমি দাঁড়িয়ে আছো, চিরাচরিত
পলাতক ভালবাসার রূপে, নিঃশব্দ
চোখে ভরে আছো, সজল
আবেগের মেঘলা
আকাশ !
এমন সমযে, আমার বেদুইন বৃত্তি, হ্রাসের -
দিকে যায় এগিয়ে, আর আমি ফিরে
যেতে চাই, তোমার হাত ধরে
পুনরায়, সেই ভাঙন -
ভরা জগতে,
যথারীতি
হৃদয় আবার বাঁধতে চায় ধ্বংস নীড়, তাই
জীবন, পুনরায় খুঁজে নিরাপদ কোণা।
* *
- শান্তনু সান্যাল
আঁধার পেরিয়ে সুদুর অজানা প্রান্তরে,
ওই নির্ঝর পথের দুই কিনারায়
শৃঙ্খলাবদ্ধ রয়েছে অসংখ্য
সাজানো সারি সারি
শোরুম আর
মায়াবী
জগতের প্রতিফলন। কিছু পরিচিত চেহারার
মাঝে, আবার দেখি ভেসে উঠছে নানান
ভাবভঙ্গিমার মুখোশ ! জীবন খুঁজতে
চায় ওই ভিড়ে নিজের হারানো
অস্তিত্ব, ঠিক মরুমৃগ সম
চির পিপাসিত টিকে
থাকার অনুভূতি,
জীবনের
লুপ্ত ধারা যখন অন্তঃবিন্দুর খুব কাছে তখন
দেখি তুমি দাঁড়িয়ে আছো, চিরাচরিত
পলাতক ভালবাসার রূপে, নিঃশব্দ
চোখে ভরে আছো, সজল
আবেগের মেঘলা
আকাশ !
এমন সমযে, আমার বেদুইন বৃত্তি, হ্রাসের -
দিকে যায় এগিয়ে, আর আমি ফিরে
যেতে চাই, তোমার হাত ধরে
পুনরায়, সেই ভাঙন -
ভরা জগতে,
যথারীতি
হৃদয় আবার বাঁধতে চায় ধ্বংস নীড়, তাই
জীবন, পুনরায় খুঁজে নিরাপদ কোণা।
* *
- শান্তনু সান্যাল