জীবনের পরিভাষা চেয়ে ছিলাম সে দিতে
পারি নি, অনুচ্চারিত চোখে শুধুই
চেয়ে ছিল কিছু ক্ষণ মেঘ
বিহীন উন্মুক্ত
আকাশ,
প্রেমের অর্থ বুঝতে খুব ইচ্ছে ছিল তাই -
আশান্বিত ভাবনায় ভিজিয়ে রেখে
ছিলাম হৃদয়ের মরুভূমি !
অনভিজ্ঞ ছিলাম
যে ঊষর
জমির বুকে ফণীমনসা ছাড়া কিছুই ফলে
না, জোছনা ছোঁয়ার সাধে পুড়িয়ে
এলাম অন্তর্তমের নিরীহ স্বপ্ন,
সে বলে ছিল এক দিন
এখানেই ঝরে
তারক
শেষ রাতে, ভরে যায় শুন্য বুকে অনন্য -
প্রতিভাস, সুতরাং সারা রাত বসে
রইলাম সেই বন্য নদীর কুলে
চোখে নিয়ে এক অন্তহীন
প্রতীক্ষা ! খুঁজে পাই
নি কিন্তু একটা
ও কণা,
কখন যে ভিজিয়ে গেল যাযাবর মেঘদল
জানি না, হৃদয়ের আঁধারে ফিরে
আসার পথ গেছে হারায়ে,
সুদুর সকাল যেন
দিগন্ত সীমার
প্রহরী !
বারে বারে চায় হারানো পরিচয় পত্র - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/