সোমবার, ১২ জুন, ২০২৩

জলমগ্ন সমারোহ

সূর্য ডুবেছে গহন অন্ধ খাদের মাঝে,
রাত্রি ভূগর্ভস্থ পথের যাত্রী, ঠিক
অবগাহন বিন্দু থেকে ভেসে
উঠবে সারা গায়ে মেখে
জোনাকির আলো,
আমি অতলে
গিয়ে খুঁজি
প্রাণবায়ু,
তুমি
কিনারায় বসে দেখছো ভেসে উঠা
নিঃশ্বাসের বুদবুদ, আস্তে আস্তে
সারা বিবস্ত্র দেহে জলছবির
অঙ্কন, অথৈ জগতের
এখন আমরা অন্ধ
মাছ, বিবর্তনের
সিদ্ধান্ত এই
মহূর্তে
অর্থহীন, সারা শরীরে চকচকে স্পর্শ
আঁশ, তুমি যে পথ দিয়ে নেমেছো
আমার ভেতরে, ওই পথের
কোনও প্রস্থানের দরজা
নেই, শুধুই একমুখী
রাস্তা, এখন
জলের ধরাতলে সব কিছুই অধরা, না
কোনো ঘূর্ণি, না ভেসে উঠা বুদবুদ,
সূর্যোদয় পর্যন্ত সব কিছুই
নিঃস্তব্ধ, কিন্তু অতলে
জলমগ্ন বসন্তের
সমারোহ |
– শান্তনু সান্যাল