মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

বিস্তীর্ণ শুন্যতা - -

জানতে চেও না, কিভাবে খেলেছে মায়াবী 
আঁধার, তরবারির ডগায় যেন ছিল 
জীবন সারা রাত, তোমার 
যাওয়ার পরে আর 
ঝরে নি 
নীহার, এক অদৃশ্য দহন গেছে পুড়িয়ে - - 
জাফরানের উপত্যকা, তোমার 
যাওয়ার পরে আর ফিরে 
নি স্পন্দনের পলকা  
প্রতিধ্বনি,
এক ব্যাপক নীরবতা ঘিরে রইলো মনের 
প্রান্তরে সারা রাত, হিমশীতল চাঁদ 
আর উদাসীন আকাশ, ছিল 
না কিছুই সংগঠিত 
আলোর ফ্রেমে,
অদ্ভুত 
ভাঙনের মাঝে বিচরণ করে গেছে দেহ -
ও প্রাণের বিভ্রান্ত হরিণ, তোমার 
যাওয়ার পরে গেছে সব 
কিছু হারিয়ে, এক 
সঘন কুয়াশা 
ভেসে 
রইলো সারা রাত চোখের আগে, এক - -
বিস্তীর্ণ শুন্যতা, আর সকালের 
পথে চেয়ে থাকা,
অনবরত !

* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
color aroma