সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

আকাশীয় নদী - -

জানি না, সবাই কি জীবনে এমনই ঠকে
যায়, বিরল মুক্তার বদলে শুধুই
ক' একটা ফুটো কড়ি পায়,
তার কাছে ছিল নাকি
জীবনদায়িনী !
কোনো
এক অমূল্য গাছের শিকড়, নাকি দেহে -
ছোঁয়ালেই মানুষ ফিরে পায়
হারানো জীবন, তাই 
ইচ্ছে করেই
দংশিত
হলাম আমি, বিষাক্ত শরীর নিয়ে শুধুই 
অভিশপ্ত রয়ে গেলাম আমি, ওই
যাকে বলে চরম উপাসনা,
যেখানে পাথর হয়ে
ওঠে জীবন্ত
দেবতা,
কিন্তু জানি না কেন, এই ঠকে যাওয়াটা
এক অদ্ভুত আনন্দ লোকে নিয়ে
যেতে চায়, যেখানে বহে
চলেছে নীল লাল
বেগুনি
রঙ্গে একাকার, বিশাল আকাশীয় নদী।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
beyond the emotion

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVafVrUhBNJ3Qkp8YoJCGLK-_87F5QyQCrQaZyKIRwpqtYN4tUS1Z3CCh5-GbPdXonTJXzlpfl7ycDCwcy28JM9PoyO4OKu6VFXJ41dcsWb6M5CSb9Fy2pqFzMsOGZzD45sJj3Em3pGxw/s1600/IMG_7230.JPG
Lisa Daria Kennedy  paintings 1
 http://sanyalsplanet.blogspot.in/

চির একাকী - -

 সম্ভবতঃ, নিজের মাঝে সে ছিল গভীর
আত্মলীন, যখন খুলেছে অন্তর্তমের
বাতায়ন, তখন দেখে বাহ্য
জগতে পাতা ঝরার
ঋতু, ফুল ' ত
দুরের
কথা, চার দিকে শুধুই নেড়া গাছের -
অরণ্য ! আর ছড়িয়ে রয়েছে
অদৃশ্য  শীত - বৈরাগ্য,
জীবনের আছে
নিজস্ব
এক শাশ্বত ঋতু চক্র, ক্ষণে ক্ষণে যায়
বদলিয়ে, যেন জন্মগত উচ্ছৃঙ্খল,
অশাসিত ! নিয়তির ছাড়া
কেউ তাকে বাঁধতে
পারে না,
যখন সে দেখতে চেয়েছে খুব কাছে - -
থেকে নিজস্ব ছবি, আয়নার
প্রতিফলন দেয় নি
সহযোগিতা
কিংবা
চেহারায় ভেসে উঠেছে অসংখ্য রেখার
জাল, তখন সে নিজের ভিতরে
নিজেই এসেছে ফিরে, ঠিক
মাঝখানের পথ ধরে
চির একাকী
রূপে !

* *
- শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/

Lisa Daria Kennedy  paintings

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

চেনা চেনা গন্ধ - -

তার নিঃশ্বাসে ভেসে রয় খুবই -
চেনা চেনা গন্ধ, হয়'ত
কোথায় কোনো
এক বিন্দুতে
সে মিলেছিল নীহার কণার রূপে
আর নিয়েছিল নিবিষ্ট করে
বুকের সমস্ত ব্যথা
বেদনা, তাই
জীবনটা
মনে হয় কেমন যেন ফাঁকা ফাঁকা,
কিছু গন্ধ বিহীন কিছু রঙ্গহীন,
ঠিক বাসি ফুলের মতন,
নিঃশ্বাসের বৃন্তে জোর
করে আটকিয়ে
থাকা !

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Shirley Novak Poppies

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

বিস্ময়ের রেখা জাল - -

বারংবার বলেছি তাকে, সত্য কথা
অপাচিত চিরকাল, নিমিষে
সমস্ত আপনজন সরে
যায় যিহূদার
দলে !
মধ্যরাতে গা ঢেকে দেখতে আসে - -
তারা ঝুলন্ত সত্যের মৃত দেহ,
বারেবারে বুঝিয়েছিলাম
তাকে ভীষ্মের ওই
দৃষ্টিযুক্ত
অন্ধতা, দেখেও না দেখার অভিনয়,
জীবনের বাস্তবিকতা খুবই তিতা,
এমন কি অসময়ে নিজের
ছায়া, চায় না চিনতে
কাঞ্চন কায়া,
ভরা -
আসরে মানুষ তখন পরকীয় জীব -
ঘুরে বেড়ায় হাতে নিয়ে
অস্তিত্বের প্রমাণপত্র,
পরিচিত মুখে
তখন
ভেসে ওঠে বিস্ময়ের রেখা জাল - !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Paintings of Igor Levashov

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

খুব কাছের মানুষ - -

 বিশেষ বলতে এমন কিছু নয়, ওই
বাঁধা - ধরা জীবনের ধারা,
পাখির ডাকে যখন
জেগে ওঠে অর্ধ
সুপ্ত, উড়াল
সেতু !
তখন যেন পুনরায় বেঁচে থাকার
জন্য যুদ্ধের শঙ্খনাদ, ক্রমশঃ
দুষিত মহানাগরীয়
আকাশে, সূর্য্য
কেমন
যেন হিমসিম, খুঁজে পায় না সহজে
সাঁঝের ঠিকানা, ভরা দুপুরে
হাঁপিয়ে ওঠে, দেখে
সাগর সৈকত
বহু -
দূর, জীবনের কাহিনী সব মিলিয়ে
কোথায় যেন এক বিন্দুতে যায়
মিলে, অতৃপ্ত ফণীমনসার
যেন ঝোপ, কোনো
এক পরিত্যক্ত
স্থানে
জড়ো হয়ে শ্রাবণের গল্প করে ! ওই
সন্ধ্যার সাড়ে সাতটার লোকাল
তখন অজ্ঞাতসারে নিজের
খুব কাছে আপন
করে ডাকে,
সূর্যের কথা আর মনে থাকে না - -
তখন আঁধার হয়ে ওঠে খুব
কাছের মানুষ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Willem Haenraets Art

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

অনেক দূর হাঁটার পরে - -

"অনেক দূর হাঁটার পরে, পিছনে ফিরে
যাওয়ার, কোনো ঔচিত্য কি
আছে এই সন্ধিক্ষণে,"
প্রশ্নের সঙ্গে
যখন আমি চেয়ে দেখলাম তার নয়ন -
কোণে, তখন সন্ধ্যা, প্রায়ই নেমে
এসেছিল গঙ্গার অন্য তীরে,
ওই বিশাল বুড়ো বট
বৃক্ষের নীচে
কিছু ক্ষণ থেমে সে যেন মৌন ভাষায় -
করেছিল আবৃতি, বিলুপ্ত ঋচার
রূপে, দূরগামী ট্রেনের
ওই বুক কাঁপানো
আওয়াজে
হয়'ত আমি শুনতেই পারি নি, তার - -
শাশ্বত প্রণয়ের স্বীকারোক্তি কিংবা
একে অপরের থেকে মুক্তি,
আসলে, হিমায়িত
পৃষ্ঠতলে হাঁটা,
সহজ নয়
কাচিক পৃষ্ঠতলের নীচে চিরদিনই থাকে
এক অনিশ্চয়তা, ভাসন্ত এবং
নিমজ্জনের মাঝের
অবস্থা - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Mary Anne Aytoun Ellis

আলো - ছায়ার যবনিকা - -

পরগাছা অথবা অমর লতা ! শুধুই
শাব্দিক ফের, সহজ কোথায়
জীবনে, আকাঙ্ক্ষিত -
ভাবনার মূর্ত
হওয়া !
তার ওই আপন করে জড়িয়ে রাখার
দাবি, শুনতে ভালই লাগে,
কিন্তু জানি না কেন,
তার গভীরতার
আন্দাজ -
করতে চায় না, এই দ্বিধাগ্রস্ত হৃদয়, -
আসলে, হাসির সঙ্গে অদৃশ্য
ভাবে লুকিয়ে রয়
চিরদিনই
অশ্রু কণা ! আলো - ছায়ার যবনিকা
চিরদিনই অবিরত ভাবে, খেলা
করে অগোচর নিয়তির
হাতে, তুমি কিংবা
আমি নিমিত্ত
মাত্র - -
প্রাক - পরিকল্পনার গুটি, সে ফেলে - -
যায় পাশা নিজের ইচ্ছায়, সব
কিছুই কপালের ভাঁজে
থাকে মুদ্রিত !
জীবনের
রহস্য চিরকালই থাকে অ-সংজ্ঞায়িত,
প্রহেলিকার মাঝে লুক্কায়িত !

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
Fidelia Bridges Watercolor Paintings