বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

সবাই যায় ঝরে - -

সবাই যায় ঝরে সময়ের সাথে, চিরদিনের -
ভালবাসা, শুধুই মধুমাসের এক
উজ্জ্বল সবুজ পাতা, ঠিক
মৌসুমী হাওয়ার
সঙ্গে, এক
দিন
বিবর্ণ হয়ে, সহসা যাবে উড়ে ! অনেক বার
দেখেছি আয়না, এড়িয়ে গেছি কিন্তু
উঠন্ত বলির রেখা, চোখের
নিম্নাঞ্চলে ওই বাতিল
আলোহীন প্রান্তর,
সব কিছু
কিন্তু
বাতিল করা যায় না, সে এক হারানো প্রতি -
ধ্বনি ধেয়ে যায় ঠিক মৃগয়ার রূপে,
নিজেকে লুকোতে চায় মানুষ
নিজের ভেতরে এক
অদৃশ্য খোলে,
কিন্তু
সব কিছু কী, নিজের নজরে লুকানো সম্ভব !
তার দাবির সত্যতা জানতে ভয়
পায় হৃদয়, তাই মোহভঙের
আগেই খুলে রাখি দুই
নয়নের জানালা,
সুদূরে দেখি
এখনো
ভরে আছে কৃষ্ণচুড়ার গাছে একরাশ  ফুল -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by nancy franke 2