বুধবার, ২১ মে, ২০১৪

অসময়ের মনুহার - -

আজ সে পুনরায় বলে গেছে, তার
প্রেমের অন্তহীন অঙ্গীকারের  
কথা, কিছু ক্ষণ আমিও 
গেছি হারিয়ে বহু 
দূর অনন্ত 
দিগন্তে !
জানা সত্তেও যে সব কিছুই, মাত্র 
আবেশের ঝরনা, বহে যায় 
মরুভূমির বুকে 
আন্তর্ভৌম
রূপে,
পৃষ্ঠতলে শুধুই পড়ে রয় বালুময় 
কালাহারির বিলুপ্ত নদী,
আর দুই ধারে 
জীবন্ত 
পুরাকালীন ধুসর পার্বত্য শৃঙ্খলা,
শ্রুতির অনুযায়ী জীবন 
খুঁজে যায়, সুদুরে
অবস্থিত 
ভূগর্ভস্থ হ্রদের ঠিকানা, ভালই - -
লাগে তার অসময়ের 
*মনুহার !

* * 
- শান্তনু সান্যাল 

 *তোষণ

http://sanyalsplanet.blogspot.in/
art by cathy quiel 1